ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রত্যেক মুসলমানের উপর নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরয,নির্দিষ্ট সময় মানে প্রত্যেক নামাযের নির্দিষ্ট ওয়াক্ত,আর নামাযের ওয়াক্ত সূর্যের সাথে সম্পর্কিত।সূর্যের নড়াচড়াই নামাযের সময়কে নির্ধারণ করে অর্থাৎ সূর্যের পূর্ব থেকে পশ্চিম দিকের গতিবিধিকে কেন্দ্র করে নামাযের ওয়াক্ত নির্ণয় করা হয়,তাই ওয়াক্তের পূর্বে নামায নাময আদায় হবেনা,এর থেকে বিরত থাকা সবার উচিৎ ।
হানাফি মাযহাবে গ্রহণযোগ্য মতানুসারে আসর দুই মিছিলের পর পড়া মুস্তাহাব।তবে এক মিছিলের পর যদি কেউ পড়ে নেয় তাহলেও আদায় হয়ে যাবে। কিন্তু সাধারণত উত্তম হচ্ছে আসরকে দুই মিছিলের পর পড়া।(আহসানুল ফাতাওয়া ২/১১৩)বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/705
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আসরকে প্রথম মিছিলে কেউ পড়ে নিলে যদিও আসরের নামায আদায় হয়ে যাবে, তথাপি আসরের নামাযকে দ্বিতীয় মিছিলে পড়াই উত্তম। নিয়মিত প্রথম মিছিলে তথা শাফেয়ী ওয়াক্তে পড়া যাবে না।
(৩) কাপড় বা বোরকায় নাপাকি থাকলে, যদি সেটা নাজাসতে গালিজা হয়, এবং ১ দিরহাম থেকে বেশী হয়, তাহলে ঐ কাপড় নিয়ে নামায না হওয়ারই কথা। সফরের হালতে হলে নামাযির সাদৃশ্য গ্রহণ করে নিবেন এবং পরবর্তীতে ঐ নামাযকে কাযা করে নিবেন।