আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
104 views
in সালাত(Prayer) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু?

আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।
আজ এশার নামাজের সময় ইমাম শেষ বৈঠকে যখন বসছে, তখন আমি মনে করছি ৩য় রাকাতে তিনি শেষ বৈঠক করছে এজন্য আমি সুবহানাল্লাহ লুকমা দিয়েছি। তো ইমাম সাহেব তখন আরেকটা সেজদায় চলে গেছে (উনি মনে করছে উনি ১টা সেজদাহ দিয়েছে মানে সেজদায় ভুল হয়েছে।) ততক্ষনে আমি দাঁড়িয়ে গেছি (আমার সাথে অন্য মুসল্লীরাও দাড়িয়ে গেছে) তখন বোঝতে পারলাম ইমাম সেজদায় গেছে তখন আমি, "আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন " উচ্চস্বরে বললাম। তখন ইমাম দাঁড়িয়ে একটি রাকাত সম্পূর্ণ করে সাহুসেজদাহ দিয়েছে। ত নামাজ শেষে জানতে পারলাম অন্য মুসল্লীরা বলতেছে নামাজ নাকি ৫রাকাত হয়ে গেছে। ইমামই ঠিক ছিল আমি নাকি ভুলছিলাম। কিন্তু আমার কনফিডেন্স বলতেছে আমি ঠিক ছিলাম বলে লুকমা দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো:-

১। একজন মুসল্লী যদি ভুল করে এবং ইমামও কনফিউজ হয়ে যায় আর অন্য মুসল্লীরা জানে ইমাম ঠিক আছে। তাহলে যে মুসল্লী ভুল লোকমা দিয়েছে তাকে কিভাবে নামাজের মধ্যে ভুল প্রমান করবে ( আটকাবে)?

২। এবং ইমামকে কিভাবে বুঝাবে ঐ ব্যক্তি ভুল লোকমা দিয়েছে?
৩। আমার উচ্চস্বরে আরেক রাকাআত যে আছে এটা বুঝানোর ক্ষাতিরে সূরা ফাতিহার ১য় আয়ত পড়েছি এটা কি ঠিক হয়েছে? মানে ইমাম কনফিউজ হলে কোথায় সে ভুল করছে এটা বুঝানো ক্ষাতিরে এভাবে উচ্চস্বরে বলা কি যাবে? আর না গেলে সঠিক পদ্ধতি কি?

৪। আমার নামজ ঠিক হয়েছে কিনা যেতেহু সাহু সেজদাহ দেওয়া হয়েছে নাকি আমার পূনরায় এশার সালাত পড়তে হবে?

1 Answer

0 votes
by (589,380 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইমামের কোনো ভুল হলে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়া সুন্নত। একাধিক হাদীসে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার কথা উল্লেখ হয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ: سُبْحَانَ اللّهِ.
‘নামাযে কোনো সমস্যা দেখা দিলে যেন সুবহানাল্লাহ বলে।’ (সহীহ বুখারী, হাদীস ১২১৮)

অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (চার রাকাত বিশিষ্ট নামাযে) দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যান। তখন সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলে লোকমা দিয়েছেন। (সুনানে নাসায়ী, হাদীস ১১৭৮)

সুতরাং কোনো ভুলের ব্যাপারে ইমামকে সতর্ক করতে চাইলে আল্লাহু আকবার না বলে সুবহানাল্লাহ বলা উচিত।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) একজন মুসল্লী যদি ভুল করে এবং ইমামও কনফিউজ হয়ে যায়, আর অন্য মুসল্লীরা জানে ইমাম ঠিক আছে। মুসল্লী ভুল লোকমা দিলে ইমাম সাহেবের উচিত উক্ত লোকমাকে গ্রহণ না করা।

(২) ইমামকে বুঝানোর কিছু নাই, বরং ইমাম সাহেব নিজে বুঝে নিবেন যে, তাকে ভুল লোকমা দেয়া হয়েছে ।

(৩) লোকমা দেয়ার পূর্বে বুঝে শুনেই দিতে হবে। নতুবা আপনার একার কারণে নামায ফাসিদ হবে।উক্ত নামাযকে আবার দোহড়িয়ে পড়তে হবে।

(৪) পূনরায় এশার সালাত পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জাজাকুমুল্লাহ খাইরান 
by
আমাদের সাবাইকেই কি পূনরায় এশার সালাত পড়তে হবে? না শুধু আমি একাই পড়বো?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 34 views
...