ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইমামের কোনো ভুল হলে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়া সুন্নত। একাধিক হাদীসে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার কথা উল্লেখ হয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ فَلْيَقُلْ: سُبْحَانَ اللّهِ.
‘নামাযে কোনো সমস্যা দেখা দিলে যেন সুবহানাল্লাহ বলে।’ (সহীহ বুখারী, হাদীস ১২১৮)
অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (চার রাকাত বিশিষ্ট নামাযে) দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যান। তখন সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলে লোকমা দিয়েছেন। (সুনানে নাসায়ী, হাদীস ১১৭৮)
সুতরাং কোনো ভুলের ব্যাপারে ইমামকে সতর্ক করতে চাইলে আল্লাহু আকবার না বলে সুবহানাল্লাহ বলা উচিত।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) একজন মুসল্লী যদি ভুল করে এবং ইমামও কনফিউজ হয়ে যায়, আর অন্য মুসল্লীরা জানে ইমাম ঠিক আছে। মুসল্লী ভুল লোকমা দিলে ইমাম সাহেবের উচিত উক্ত লোকমাকে গ্রহণ না করা।
(২) ইমামকে বুঝানোর কিছু নাই, বরং ইমাম সাহেব নিজে বুঝে নিবেন যে, তাকে ভুল লোকমা দেয়া হয়েছে ।
(৩) লোকমা দেয়ার পূর্বে বুঝে শুনেই দিতে হবে। নতুবা আপনার একার কারণে নামায ফাসিদ হবে।উক্ত নামাযকে আবার দোহড়িয়ে পড়তে হবে।
(৪) পূনরায় এশার সালাত পড়তে হবে।