ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
https://ifatwa.info/104634/
নং ফাতাওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
ইসলামের দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার:-
১. যা আল্লাহর
পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।
২. শয়তানের
পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান
স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা। ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার
কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়।
এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়।
৩. মানুষের
কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়।
হাদীস শরীফে
এসেছে
خَالِدُ
بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ
أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى
الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ
فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ
ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ
أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ
فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.
আবূ ক্বাতাদাহ
হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর
পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে
যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে
আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না।
আবূ সালামাহ
বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়,
তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন
পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১,
আহমাদ ২২৭০৭]
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে নতুন
বাড়ি হওয়ার বা সেখানে অবস্থানের দৃশ্য দেখা উত্তম আলামত বহন করে। হতে পারে যে,
দুনিয়াতে আপনার জন্য প্রশান্তির স্থান
থাকবে এবং সামাজিক ভাবে আল্লাহ তায়ালা আপনাকে ইজ্জত দান করবেন ইনশাআল্লাহ। যদি স্বপ্নটি
আপনার মনের কল্পনা থেকে না হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ উক্ত সুসংবাদ লাভ করবেন এবং আপনার
ঝামেলা মুক্ত জীবন হবে।
কিছু কিছু
উলামায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী আপনার নতুন বাড়ি দেখার অর্থ হলো,
আপনার ভবিষ্যৎ জীবন উত্তম হবে এবং
সেই সাথে পরিবারের ভবিষ্যত জীবন উত্তম হবে ইনশাআল্লাহ । আল্লাহ তায়ালা কল্যাণের ফয়সালা
করুক। আমীন।
তবে উক্ত কল্যাণগুলো
প্রাপ্তির জন্য গুনাহ পরিত্যগ করা ও নেক আমল বৃদ্ধি করার কোন বিকল্প নেই।