আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
74 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
মুফতি ইমদাদুল হক হুজুরের কাছে প্রশ্ন।
১. আমার বোন জামাই ইন্তেকাল করেছেন।তার ব্যবহার্য কোনো কাপড় অথবা অন্য কোনো জিনিস যদি আমাকে তার পিতা দিয়ে দিতে চায় তাহলে কি নেওয়া যাবে?
২. আমার দাদা গত বছর ইন্তেকাল কাল করেছেন।তার মিরাস বন্টন করা হয় নি।এখন ইচ্ছা করেই  মিরাস বন্টন না করলে অথবা দাদী যদি কোনো জিনিস তার ইচ্ছে মতো কাউকে দিয়ে দেয় তাহলে কি গোনাহ হবে?
৩.ওজুতে ঘাড় মাসেহ করার নিয়ম কি হাতের তালুর উল্টো পিঠ দিয়ে নাকি হাতের তালু দিয়ে যেটা দিয়ে পানি নেওয়া হয়?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জবিউল ফুরুজঃ
এদের অংশ পবিত্র কোরআন শরীফে নির্ধারণ করে দেয়া আছে। জবিউল ফুরুজ হল ১২ জন। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং বাকি ৮ জন মহিলা। ৪ জন পুরুষ হল - ১) স্বামী, ২)পিতা, ৩)দাদা, ৪) সৎ ভাই (বৈপিত্রেয়)। ৮ জন মহিলা হল - ১)স্ত্রী, ২)কন্যা, ৩)পুত্রের কন্যা, ৪)মাতা, ৫)দাদি এবং নানি, ৬)সহোদর বোন, ৭) সৎ বোন (বৈমাত্রেয়), ৮)সৎ বোন (বৈপিত্রেয়)। নির্ধারিত অংশের পরিমান নিম্নরূপঃ
(১) স্বামী ১/৪ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে।
(২) স্বামী ১/২ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে।
(৩) স্ত্রী ১/৮ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে।
(৪) স্ত্রী ১/৪ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান না থাকে।
(৫) কন্যা ১/২ পাবে যখন একজন মাত্র কন্যা থাকে এবং পুত্র না থাকে।
(৬) কন্যা ২/৩ পাবে যখন দুই বা ততধিক কন্যা থাকে এবং পুত্র না থাকে।
(৭) কন্য অবশিষ্ট ভোগী হিসাবে পাবেন যখন এক বা একের অধিক পুত্র থাকে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মানুষের মৃত্যুর পর তার সমুদয় সম্পত্তি তার ওয়ারিছদের। স্থাবর অস্থাবর ও ব্যবহার্য সকল প্রকার সম্পত্তিই ওয়ারিছরা পাবে। সুতরাং আমার বোন জামাই ইন্তেকাল করার পর তার ব্যবহার্য কোনো কাপড় অথবা অন্য কোনো জিনিস যদি তার পিতা আপনাকে  দিয়ে দিতে চায়, যদি সমস্ত ওয়ারিছ তাতে সম্মত থাকে, অথবা যার অংশে ঐ জিনিষ পড়বে  তিনি যদি সম্মত থাকেন,  তাহলে জায়েয হবে। 

(২) আমার দাদার ইন্তেকালের পর তার মিরাস বন্টন করা জরুরী। হ্যা, সমস্ত ওয়ারিছরা একমত হলে যৌথ রাখা যাবে। এতে কোনো গোনাহ হবে না। ইচ্ছা করেই  মিরাস বন্টনে দেড়ী করা অনুচিত। আপনার দাদী যদি সেই মিরাস থেকে অন্যান্য ওয়ারিছদের অনুমতি না নিয়ে, কাউকে কিছু দিয়ে দেন, তাহলে সেটা জায়েয হবে না।

(৩) হাতের তালুর উল্টো পিঠ দিয়ে ঘাড় মাসেহ করা মুস্তাহাব।

لما في الفتاویٰ الشامیة:
"(ومسح الرقبة) بظهر يديه (لا الحلقوم) لأنه بدعة.
(قوله: ومسح الرقبة) هو الصحيح، وقيل: إنه سنة كما في البحر وغيره (قوله: بظهر يديه) أي لعدم استعمال بلتهما بحر، فقول المنية: بماء جديد لا حاجة إليه كما في شرحها الكبير، وعبر في المنية بظهر الأصابع ولعله المراد هنا (قوله: لأنه بدعة) إذ لم يرد في السنة."(كتاب الطهارة، سنن الوضوء، 124/1، ط: سعيد)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...