আসসালামু আলাইকুম
১.আমার নাম তনু। আমি মেয়ে মানুষ।আমি একজন কে খুব ভালোবাসি তার সাথে আমার বিয়ে হয়নি। অন্য একজনের সাথে হয়েছে, যখন কবুল বলি তখন কেউ আমাকে জোর করে নি তবে শুধু মুখে বলেছি যে (হ্যা এই বিয়েতে আমি রাজি) ৩ বার ই বলেছি তবে মন থেকে বলি নি।বিয়ে টা কি সহিহ হয়েছে? এখন আমি তাকে ভুলতে পারিনি মনে হয় সংসার ছেড়ে চলে যায় এতে কি বিয়ে টা বৈধ আছে?
২.আমি সাদিয়া, আমি মেয়ে। একজন বেনামাজির সাথে একজন নামাজির বিয়ে কি বৈধ হবে? বিয়ের পর ও যদি একজন নামাজি আর ধার্মিক হয় অপর জন বেনামাজি আর গুনাহগার হয় তাহলে বিয়ে কি বৈধ থাকবে?
৩.আমি রিয়া, আমি মেয়ে মানুষ। কোন যেনাকারি গুনাহগার মেয়ে যদি তওবা না করে একজন তওবাকারিকে বিয়ে করে আর বিয়ের পর যদি যেনাকারি তওবা করে তাহলে কি বিবাহ সহিহ হয়?
৪.আমি রিনা,আমি মহিলা। আমার বয়স ২৩। আমি বেপর্দা ভাবে চলাফেরা করি এর জন্য কি আমার স্বামীর সাথে তালাক হতে পারে কি? যদিও বেপর্দা ভাবে ঘুরলে আমার স্বামীর কোন আপত্তি নাই।
৫.আমি নুরুন্নাহার, আমি একজন মেয়ে। বিশেষ কারনে আমার স্বামি কে আর আমাকে আমাদের বিয়ের কথা টা গোপন রাখতে বলতে হয় আমরা অবিবাহিত, বিয়ে টা মানুষের কাছে অস্বীকার করতে হয় এর সাথে তালাকের কোন সম্পর্ক আছে কি?
আমরা ৫ জন ৫ রকমের প্রশ্ন করেছি।