আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
হুজুর আমার বাবার হারাম ইনকাম। আমি বিবাহিত হলেও আমার স্বামী এখনো কিছু করেন না। খুব সামান্য কিছু ইনকাম করেন যা আমার ভরনপোষণ এর জন্য যথেষ্ট না।আমাকে কিছু কাপড় দিয়েছেন যা বাসায় রেগুলার পড়ার মত না। তাই আমি আমার বাবার দেওয়া কাপড় পড়ি রেগুলার হিসেবে। আমি নিয়ত কিরেছি ভবিষ্যতে আর হারাম টাকায় কেনা কিছু পড়বো না।
এগুলা যেহেতু নিয়ে ফেলেছি, এই কাপড়গুলা কি পড়া যায়েজ হবে এই নিয়তে যে ভবিষ্যতে হালাল টাকা পেলে সমপরিমাণ টাকা সাদাকা করে দিব??
জাযাকাল্লাহু খাইরান