اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
পারিবারিক ভাবে সমন্ধ এসেছিল।সবাই রাজি। শুধু আমার আম্মু তাদের ঘর পছন্দ করে নাই।নতুবা সব পছন্দ করেছে। শুধুমাত্র ঘরের কারণে আমার আম্মু পিছিয়ে যেতে বাধ্য করেছে।
এ মূহুর্তে আমি কি তাকদিরের ফয়সালায় সন্তুষ্ট থাকবো?
নাকি,কোর্ট ম্যারেজ এর সহায়তায় বিয়ে করব?