বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ
النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ إِنَّ اللهَ قَالَ إِذَا ابْتَلَيْتُ
عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُه“ مِنْهُمَا الْجَنَّةَ يُرِيدُ
عَيْنَيْهِ تَابَعَه“ أَشْعَثُ بْنُ جَابِرٍ وَأَبُو ظِلاَلِ بْنُ هِلاَلٍ عَنْ
أَنَسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم.
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি যে, আল্লাহ বলেছেনঃ আমি যদি আমার কোন বান্দাকে তার অতি প্রিয় দু’টি
বস্তু সম্পর্কে পরীক্ষায় ফেলি, আর সে তাতে ধৈর্য ধরে, তাহলে আমি তাকে সে দু’টির বিনিময়ে জান্নাত
দান করব। আনাস (রাঃ) বলেন, দু’টি প্রিয় বস্তু হল সে ব্যক্তির চক্ষুদ্বয়। এরকম বর্ণনা করেছেন
‘আশ্’আস ইবনু জাবির ও আবূ যিলাল (রহ:) আনাস (রাঃ) -এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়া সাল্লাম) থেকে। সহীহ বুখারী, হাদীস নং- ৫৬৫৩
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. তিনি চক্ষু বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও তাদের চিকিৎসা নেওয়ার
পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে থাকতে পারেন। আল্লাহ তাআলা চাইলে তার দৃষ্টি
শক্তি আবার ফিরিয়ে দেবেন। দোয়া করি আল্লাহ তা'আলা তার দৃষ্টি শক্তি আবার
ফিরিয়ে দেন। তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন।
২. জ্বী হ্যাঁ, তার থেকে ছোট সূরা বা কম আয়াত তেলাওয়াত করা।