আসসালামু আলাইকুম, প্রশ্ন হচ্চে, আমাকে অনেক অনেক চিন্তা দিচ্চে তা হচ্চে আমি যদি কথার সাথে সাথে মানে গতকালকের মুস্ললিম বাংলা অ্যাপ এ করা
প্রশ্নে যা বল্লাম অইগুলা বলার flow তে flow তে যদি এমন বলে থাকি আমার ইমান নেই বা ইমান নেই আমার তাতে কি আমার ইমানে সমস্যা হবে??
আমি আমার মা কে ও জিজ্ঞাসা করসিলাম এইটা আমার মা এর মনে বা খেয়াল নাই ঠিক,তা আগের প্রশ্নে উল্লেখ করসি নিচে দেওয়া আছে দেখলেই বুজবেন কি বলসি,আমাকে উত্তর টা দিয়েন অনুরোধ আপনাদের।
গতকালকে নিচে উল্লেখিত এই প্রশ্ন টা করি muslim banglai.তার আলোকে উপরের কথা গুলা বা জিজ্ঞাসা করলাম এখন।
হুজুর আমাকে উত্তর দিবেন আমি কিছু খন আগে আমার মা এর সাথে আমার এই ওয়াস ওয়াসার রোগ নিয়ে কথা বলতাসি আর কিছু কথা বলতাসি তখন বলি আল্লাহ আমাকেই এই রগ দিচে আল্লাহ আমাকেই এই গজবের রোগ দিচে ১-২ বার বলি পরে আরও বলি আমার ইমান কম বা বলি আমার ইমান হুজুর দের মত না বা অনাদের থেকে কম কারন আমরা হুজুর দের মত এত কিছু বা ইসলামি তেমন জ্ঞান নেই এমন কিছু বলসি কিন্ত ইমান নাই আমার এমন কিছু বলসি কিনাহ মনে নাই কিন্ত ৮০% নিশ্চিত ইমান নাই আমার এমন কথা বলিনাই আমার মা কে জিজ্ঞাসা করসি ইমান নাই এমন কোন কথা বলসি কিনা কিন্ত মা এর ও মনে নাই শুধু এইটা নিশ্চিত করল আমি বলসি আমার ইমান হুজুর দের থেকে কম এমন কথা বলসি কেননা আমার তো ইসলামি বা ইলমে জ্ঞান কম তাই রাগে আর কষ্টে এইসব বলসি,এইগুলা বলার আগে আমার মা নামায নিয়ে ও আরো কিছু বলতাসে নামায পরলে আল্লাহ সাহায্য বা সমাধান করবে এমন কিছু বলসে আমি জবাবে বা কথার মধ্যে বলসি নামায পরলেই সব সমস্যা সমাধান হয়না আরও বলি হে বা বলি এইভাবে যে নামায ফরজ বা নামায পড়া ফরজ,কিন্ত নামায পড়লেই সব সমস্যা সমাধান হয় না এমন বলসি আমাকে হুজুর উত্তর টা দিবেন এতে আমার কি ইমানে বা আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে ?
বি.দ্র: আমি মুলত তালা,,,, এর ওয়াস ওয়াসার রোগি, পূর্বে ইমান নিয়ে কোন কথাই আমার এমন চিন্তা আশে নাই বা আসছে কিন্ত আমার এখন মনে নাই ঠিক কিন্ত এখন এইসব কথা গুলার কারনে আমার অনেক চিন্তা আর panic হচ্চে তাই জিজ্ঞাসা করলাম আমার ইমানে আর আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে না তো? আর এইসব কথা নিয়ে কি আর চিন্তা ভাবনা করা উচিত নাকি টেনশন করার কোন প্রয়োজন নাই বলে দিবেন।
উত্তর : ওই সব কথার কারণে আপনার ইমানের কোনো সমস্যা হবে না। এগুলো নিয়ে একদম ভাববেন না। বরং সর্বক্ষণ আল্লাহ তায়ালার যেই আদেশ এবং নিষেধ আছে সেগুলোর লক্ষ্য করে চলুন। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকুন। ইনশাআল্লাহ সকল ওয়াসওয়াসা দূর হয়ে যাবে।
উত্তর দেন,মুফতি সাইদুজ্জামান কাসেমি।