আসসালামুআলাইকুম, আমার সফরের চেয়ে বেশি দূরত্বে মেডিকেলে চান্স হয়েছে, বাসায় ভাই থাকায় এই ভরসায় ভর্তি হয়েছিলাম যে যাতায়াতের সময় ও সাথে থাকবে, কিন্তু এখন ও আমার সাথে আসে না। গতবার বাধ্য হয়ে আমার ফুফা আছে তাকে নিয়ে আসতে হয়েছে , এবারও সেইম অবস্থা যতই বুঝাচ্ছি কাজ হচ্ছেনা, ও আসবেনা,
এভাবে যাওয়া আসাটা তো আমার জন্য জায়েজ হবেনা তাইনা! এমতাবস্থায় আমি বাসায় যাবো কিভাবে!
আমার হোস্টেল থেকে অনেক বান্ধবি ঢাকা পর্যন্ত যায়, সেক্ষেত্রে ওদের সাথে ঢাকা পর্যন্ত গিয়ে বাকি রাস্তা যদি মাহরাম থাকে তাহলে তারসাথে যাওয়া জায়েজ হবে?(আমি কিশোরগঞ্জ থাকি, আমার বাসা ঢাকার দোহারে)
জানি গায়রে মাহরাম ছাড়া সফর করা হারাম কিন্তু মাহরাম যদি এমন! হয় সেক্ষেত্রে কি করার❗