ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) হায়েজের পর বিছানার চাদর, চিরুনি এইসব দুয়ে পবিত্র করতে হয় না যদি কোন নাপাকি না লাগে। শুধু মাত্র হায়েজের সময় ওই বিছানায় ঘুমানো এবং চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হয়েছে এই কারণে তা অপবিত্র হবে না।
(২) হায়েজের রক্ত যদি ভুল বসত পায়জামায় লেগে যায় এবং পরবর্তীতে রক্ত শুকিয়ে যায় সেই কাপড় পড়ে যদি কোনো চেয়ারে বসা হয়,বা কোথাও ঘুমানো হয় সেক্ষেত্রে ওই চেয়ার বা বিছানার চাদর অপবিত্র হবে না।
(৩) হায়েজের পর শরীরে সাবান দেওয়া,মাথায় শ্যাম্পু করা জরুরী নয়।
(৪) যেহেতু সব সময় না, তাই নতুন করে অযু করে তবেই নামাজ পড়তে হবে।
(৫) নামাজের মাঝে অযু ভেঙ্গে গেলে পূণরায় অযু করে প্রথম থেকে নামাজ শুরু করতে হবে না বরং যেখান থেকে ভেঙ্গেছে সেইখান থেকে পড়া শুরু করা হবে।হ্যা প্রথম থেকে পড়াটাই উত্তম।
(৬) কাপড়ে সাদা স্রাব লাগলে শুধু যেই অংশে লেগেছে শুধু ওই অংশটি পানি দিয়ে ৩বার দুইলে পবিত্র হবে।