আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ উস্তায,
(Edited) উস্তায আমার কাছে ইমেইল এসেছিলো এই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে, কিন্তু এখানে এসে দেখি উত্তর নেই, ইমেইলে স্বপ্নের যেমন ব্যাখ্যা করা হয়েছে তেমন ধরে নিবো? নাকি উত্তরটা ভুল হয়ে গিয়েছিলো?
আমার ভাইকে হিফজখানায় দিয়েছিলাম, কয়েক পারা পড়ে ছিটকে যায় এবং সমস্ত গুনাহর সাথে জড়িত এখন, আর আমি স্বপ্নে দেখলাম যে,
❝ভাইয়ের বয়স হঠাৎ করে কমে গিয়েছে আর বিশ্বমানের হাফিয হয়েছে, পুরোপুরি দ্বীনদার হয়েছে❞
আর সাথে দেখলাম ❝ছোট ভাই হুট করে হাফিয হয়ে গিয়েছে, কিন্ত পড়ার মান দুর্বল❞ অথচ তার এখনো ১১পারা।
আর সাথে দেখলাম হচ্ছে, আমাদের এমনিতেই নতুন বাড়ি তৈরি করা হচ্ছে, ❝কিন্তু স্বপ্নে বিশাল একটা নতুন বাড়ি দেখলাম, আমি বেশ খুশি ছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম ৷ আর বর্তমান প্রতিবেশিদেরও নতুন বাড়ি দেখলাম❞
স্বপ্নে ভাইকে ভালো হতে দেখা আর নতুন বাড়ি দেখা বেশ চিন্তা লাগছে, এগুলোর ব্যাখ্যা কেমন হবে উস্তায?