বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/50503/
নং ফাতাওয়ায় উল্লেখ রয়েছে যে,
বিটকয়েন জাতীয় সকল প্রকার ভার্চুয়াল কারেন্সি সম্পর্কে উলামায়ে
কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হল, এ জতীয় কারেন্সিরর
ক্রয়-বিক্রয় লেনদেন সম্পূর্ণ নাজায়েয ও হারাম।
দারুল উলূম দেওবন্দ এ সম্পর্কে সুস্পষ্ট ফাতাওয়া প্রদান করে
বলেছে যে, এ জাতীয় সকল প্রকার কারেন্সির লেনদেন সম্পূর্ণ
অবৈধ ও হারাম। তাছাড়া মিশর, ফিলিস্তিন, তুর্কি রাষ্ট্র সমূহে সরকারীভাবে এ মুদ্রার উপর নিষেধাজ্ঞা প্রদাণ করা হয়েছে।
এছাড়া আরো অনেক দারুল ইফতা বিটকয়েন হারাম হওয়ার উপর ফাতাওয়া প্রদান করেছে।
আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আমরা এখনো বলবো যে, কিপ্টোকারেন্সিকে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং স্থানীয়
প্রশাসন অনুমোদন দিবেনা, ততক্ষণ পর্যন্ত সেটা অবৈধ হিসেবেই বিবেচিত
হবে।
দারুল উলূম দেওবন্দ এর ফাতাওয়া লিংক
Fatwa No: 1420- 1399/ N=1/1439