আসসালামু আলাইকুম। কেউ যদি কোন ইনসুরেন্স কম্পানিতে টাকা রাখে ওটা যদি না পাওয়ার সম্ভাবনা থাকে বা মাঝ পথে তার ইনসুরেন্স off করে দেয় টাকা না পাওয়ার নিশ্চয়তায় তখন তার পাওনা টাকা কি সুদের টাকা বাবদ কাটান দিতে পারবে? যেমন কেউ কোন ব্যাংক হতে সুদ পেল ৫০০০ টাকা ওটা কি তার পাওনাটাকা যেটা পাবে না সে ওই বাবাদ কাটান দেয়া কি জায়েজ হবে?