আসসালামু আলাইকুম।
আমার বোন তার মেয়ের নাম রেখেছে মানতাহা অলিদ। অলিদ হচ্ছে বাবার নাম।
এখন এখন মাদ্রাসার শিক্ষক বলেলন যে মানতাহা নামের নাকি অর্থ ভালো না, চেঞ্জ করতে বলেছেন।
আমার বোন নাকি গুগল থেকে মানতাহা নামের অর্থ "সফল বা বিজয়ী নির্দিষ্ট করে" পেয়ে রেখেছিল।
এখন সে আমাকে বিস্তারিত জানার জন্য অনুরুধ করেছেঃ
১। মানতাহা নামের অর্থ কি? এই নাম কি রাখা যাবে নাকি চেঞ্জ করলে ভালো।
২। তার আকিকা করা হয় নাই এখন ও, তাহলে কি নাম চেঞ্জ করে আকিকা করে নিলেই হবে?
যদি মানতাহা নাম চেঞ্জ করতেই হয়, তাহলে নিম্নের নাম গুলো অর্থ গুলো বলবেন প্লিজ, বা নাম গুলা থেকে একটি নাম রাখা যাবে কি না জানাবেনঃ
১। মানহা (Manha) - নাম হতে পারেঃ মানহা বিনতে অলিদ (Bint Olid) ('অলিদ' বাবার নাম)
২। মাহেক (Mahek) - নাম হতে পারেঃ মাহেক বিনতে অলিদ (Bint Olid)
৩। মাহিরা (Mahira) - নাম হতে পারেঃ মাহিরা বিনতে অলিদ (Bint Olid)
৪। মারিয়া (Mariya) - নাম হতে পারেঃ মারিয়া বিনতে অলিদ (Bint Olid)
মেয়ের নানীর নাম "মরিয়ম বেগম" , এই নাম কি রাখা যাবে যেমন মরিয়ম (Mariyam bint Olid)
বাংলা/ ইংরেজি তে "বিনত/বিনতে " (bint/binte) যে কোন টাই তো হতে পারে আমার জানা মতে। জানাবেন?
জাজাকাল্লাহু খাইরান।