আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
93 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আমার স্বামী কোন এক মেয়ের সাথে কথা বলার (প্রেম টাইপ) সময় আমি জানতে পারলে সে আমাকে বলে "তুমি আমার হসপিটালের কারো সাথে যোগাযোগ করলে তোমাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক "
পরে ঔ মেয়ের সাথে আমার যোগাযোগ হয়
কিন্তু তখন তারা এক হসপিটাল এ জব করতনা
এর প্রায় ৬মাস পর তার আরেকজন (নার্স) এর সাথে প্রেম এর সম্পর্ক জানতে পারার সাথে সাথে আমি সেই মেয়েটির সাথে যোগাযোগ করি (তার শর্তের কথা একদমই আমার মাথায় ছিল না)
প্রায় ৩মাস পর হঠাৎ তার শর্তের কথা মনে পরলে তাকে জানালে সে অনেকটা এমন বলে যে "হসপিটালের কাউকে বলতে আমি মেইনলি কোন ডক্টর কাউকে বুঝিয়েছিলাম" [এই শর্ত পূরণ হয়নি] আবার অনেকটা এমনটাও বলে যে "আমার কলেজ এর জুনিয়র দের বুঝিয়েছি " [এই শর্তটা পূরন হয়েছে ]
[ যেহেতু অনেক দিন আগে এবং তখন রাগের মাথায় বলেছিল এক্সাক্টলি কি বুঝিয়েছিলো তা হয়তো মনে নেই তাছাড়া সে তালাক রাগ/কষ্ট থেকে বলেছে যাতে আমি ঔ কাজটা না করি আমাকে ছেড়ে দেয়ার নিয়াত থেকে নয় এবং সে মন থেকেই মনেমনে তখনই সেই শর্ত তুলে নিয়েছিল যা আমাকে জানায়নি  ]

তবে তার মতে সে সবসময় জানতো এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক ই হয় তার মাথায় ঔ চিন্তা থেকেই তিন তালাক দিয়েছে  তাই সে তিন তালাক হয়েছে তা মানতে রাজি নয়। আমি তার বিপরীতে কথা বললে তার মতে নবিজীর এক মতামত কে এমন অবজ্ঞা করা কি উচিৎ হচ্ছে!!!
এক্ষেত্রে আমাদের সম্পর্ক টা কি অবস্থায় আছে??
আমার কি করা উচিৎ?
( শ্রদ্ধেয় উস্তাদ আমার তথ্যে কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং সমাধান দিয়ে সাহায্য করবেন। যেহেতু সে আমার মতের বিরুদ্ধে তাই কোথাও সরাসরি যোগাযোগে তার সাহায্য পাচ্ছি না)

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শর্তের মাধ্যমে তালাক প্রদাণের জন্য নিম্নোক্ত হরফ ব্যবহার করা হয়ে থাকে।যথা-
(১)إنْ-যদি
(২)َإِذَا-যখন
(৩)َإِذْمَا-যখন
(৪)َكُلُّ-সব
(৫)َكُلَّمَا-যখনই
(৬)مَتَى-যখন
(৭)مَتَى مَا-যখন
বাক্যর প্রারম্ভে এ সকল শব্দ প্রয়োগ করে কোনো কাজের সাথে সম্পর্কিত করে তালাক প্রদাণ করলে যখনি উক্ত শর্ত পাওয়া যাবে,তখন তাৎক্ষণাৎ তালাক পতিত হয়ে উক্ত শর্তযুক্ত বাক্য বিনষ্ট হয়ে যাবে।পরবর্তীতে একাজের পূনরাবৃত্তি ঘটলে আর তালাক পতিত হবে না।তবে শুধুমাত্র ৫ নং বাক্য এর বিপরিত।এটা ব্যবহার করলে যখনই শর্ত পাওয়া যাবে তখনই তালাক পতিত হতে থাকবে।যতক্ষণ না উক্ত বিয়ে বন্ধন শেষ হচ্ছে।শরীয়া মোতাবেক দ্বিতীয়বার উক্ত স্বামী উক্ত স্ত্রীকে বিয়ে করলে তখন আর তালাক পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪১৫) বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1237

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"তুমি আমার হসপিটালের কারো সাথে যোগাযোগ করলে তোমাকে 'এক তালাক, দুই তালাক, তিন তালাক', 

এখানে এটা শর্তযুক্ত তালাকের বাক্য। এই শর্তকে ফিরিয়ে নেয়া যাবে না। তাছাড়া আলোচনার বাচনভঙ্গি দ্বারা মেয়েকে জিজ্ঞাসা করার কথাই ফুটে উঠছে, তাই ডাক্তারের সাথে কথা বলার বিষয়টা অযৌক্তিক। তারপরও যদি স্বামী কসম করে বলে , তাহলে তাহলে  গোনাহ স্বামীরই হবে।স্ত্রীর কোনো গোনাহ হবে না।

তিন তালাক দ্বারা কয় তালাক পতিত হবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/222

সর্বোপরি আপনি স্থানীয় পর্যায়ের কোনো আলেম বা দারুল ইফতায় যোগাযোগ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...