আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
91 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
edited by
১.হাফেজী কুরআন বা শুধু আরবী কুরআনের ওপর তাফসীর এবং অর্থসহ কুরআন রাখা যাবে কি? এতে কি আদবের খেলাফ হবে?
২. কুরআন তিলাওয়াত বা কুরআনের দারস, তাজবীদ ক্লাসের সময় মাথায় কাপড় না দেওয়া কি আদবের খেলাফ?

৩. চুলে  কালো কলপ করা হারাম।  চুলে কলপ বলতে কি বোঝানো হয়? রং হলেই হারাম হবে? স্থায়ী বা অস্থায়ী।  যদি কাউকে ধোকা দেওয়া উদ্দেশ্য না থাকে, চুলে তেলজাতীয় রং ( Vasmol Oil based Hair Color)  যেটা ব্যবহারে চুলের স্বাভাবিক রুক্ষতা দূর হয়, চুল পড়া কমে, কিন্তু কালো কালারও হয়। এমন কিছু ব্যবহার করলে গুনাহ হবে? যদি কেউ করে ফেলে তার করণীয় কি? রং যদি  হয়ে যায়, ওযু গোসল কি সহিহ হবে না?

৪. ব্যাভীচারী আত্মীয় নিজের গুনাহের কথা অস্বীকার করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ হবে? তার সাথে কেমন আচরণ করতে হবে?
৫. আত্মীয়ের সাথে সম্পর্ক রাখা আবশ্যক।  কোনো আত্মীয় যদি এমন হয় যে কানে অসুস্থতার কারণে, ফোনে কথা বলতে পারেন না। ফোন করলে  প্রতিনিয়ত নন মাহরামের সাথে ভালো করে কথা বলা লাগে ( ফুপা বা খালু বা ফুপাতো, খালাতো, মামাতো, চাচাতো ভাই )।  তার খোজ নেওয়ার জন্য ফোন করা জায়েজ হবে?

৬. স্কিন সুন্দর রাখার জন্য ( ন্যাচারাল ভাবে)  দামি স্কিন কেয়ার প্রডাক্টস ব্যবহার করা কি অপচয় হবে ? এগুলো ব্যবহার করলে স্কিনের স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে।  নিজের সাধ্যমত কয়েক মাস ধরে  টাকা জমিয়ে এসব জিনিস কেনা হয়।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

(০১)
হাদীস শরীফে এসেছে  

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: إِنَّ اللهَ يَرْفَعُ بِهٰذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِه اٰخَرِينَ

উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা এ কিতাব কুরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নতি দান করেন। আবার অন্যদেরকে করেন অবনত।
(মুসলিম ৮১৭, ইবনু মাজাহ ২১৮, আহমাদ ২৩২, দারিমী ৩৪০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫১২৫, শু‘আবূল ঈমান ২৪২৮, সহীহাহ্ ২২৩৯)
,
তাই কুরআন,কুরআনের যেকোনো আয়াত সম্বলিত কিতাব,লেখার সর্বোচ্চ সম্মান করা উচিত।
,  
আদবের সম্পর্ক উরফ তথা সমাজের সাথে।
যেটাকে সমাজ বেয়াদবি মনে করে,সেটা বেয়াদবি।
আর যেটাকে সমাজ আদবের মধ্যেই গননা করে,সেটা জায়েজ,আদবের মধ্যেই সেটি পড়া।
(কিতাবুন নাওয়াজেল ১৫/৬৫)
,

الأدب: ہو الطریقۃ الحسنۃ في المعاشرۃ وغیرہا۔ (بذل المجہود ۱۳؍۲۰۵ بیروت)
সারমর্মঃ সামাজিক ভাবে যেটাকে সুন্দর তরীকা বলা হয়,সেটিই আদব।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
না,এভাবে রাখা যাবেনা।
এটা আদবের খেলাফ কাজ। 

বরং তাফসীর এবং অর্থসহ কুরআন তার নিচে রাখতে হবে। 

(০২)
কুরআন তেলাওয়াত করার সময় মাথা ঢাকা অবশ্যই একটি ভালো কাজ। 
কারন এই অবস্থায় মাথা ঢেকে রেখে কুরআনের প্রতি  সম্মান প্রদর্শন করা মূলত তাকওয়া থেকেই হয়ে থাকে।
,
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

‘যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।’ [সূরা হজ, আয়াত: ৩২]
,
তাই মাথায় কাপড় দিতে কোনো সমস্যা নেই।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
কুরআন তিলাওয়াত বা কুরআনের দারস, তাজবীদ ক্লাসের সময় মাথায় কাপড় না দেওয়া আদবের খেলাফ নয়। 

তবে কোনো সমাজে এটিকে আদবের খেলাফ মনে করা হলে উক্ত বিষয় ঐ সমাজে আদবের খেলাফ বলে গন্য হবে।

(০৩)
রঙ হলেই তাহা হারাম হবেনা।
বরং কালো রঙ হতে হবে,তাহলে সেটি হারাম হবে।

তবে প্রশ্নে উল্লেখিত তৈল ব্যবহার হারাম হবেনা।
কেননা সেটি কলপ এর অন্তর্ভুক্ত নয়। 

(০৪)
প্রশ্নে উল্লেখিত ছুরতে তার যেনা সত্য বলে প্রমানিত হয়ে থাকলে বা আপনি শতভাগ নিশ্চিত হলে সেক্ষেত্রে তার সাথে সাময়ীক আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে পারবেন।

তবে স্থায়ী ভাবে নয়, তিনি যখন যেনার কাজ হতে ফিরে আসবেন,তখন অবশ্যই তার সাথে আবারো সম্পর্ক ঠিক রেখে চলতে হবে।   

আরো জানুনঃ- 

(০৫)
এক্ষেত্রে আপনার স্বামী বা আপনার নিজের ভাইয়ের মাধ্যমে তার খোঁজ খবর নিবেন।
আপনি ফোন দিবেননা।

(০৬)
যদি ঐ মানের কমমূল্যের প্রডাক্ট না পাওয়া যায়,তাহলে এটি অপচয় হবেনা।

তবে লক্ষ্য রাখতে হবে,তাতে যেনো হারামের মিশ্রন না থাকে,এবং বিজ্ঞ ডাক্তারের মতে ত্বকের জন্য যেনো উহা ক্ষতিকর না হয়।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...