আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
আমার বান্ধবীর নতুন বিয়ে হয়েছে গতকাল, ওরা স্বামী স্ত্রী দুজন শুধু থাকবে তাই নতুন বাসা নিছে, সংসারের জিনিসপত্র নিয়ে আমার বান্ধবীর তেমন কোনো আইডিয়া নাই জন্য আমাকে রিকুয়েস্ট করেছিলো একটু ওর বাসায় গিয়ে দেখে লিস্ট করে দিতে, সেজন্য আমি ওর বাসায় গেছিলাম পোষাকের পরিপূর্ণ পর্দা মেইনটেইন করেই এবং আমার স্বামীকে জানিয়েই।
আমি সেখানে গিয়ে ওর কিচেনে ১০ মিনিট দাঁড়িয়ে থেকে কিছু জিনিস এর লিস্ট করে দিয়ে চলে আসছি, ওর বাসায় ওর হাজবেন্ড ও ছিলো সে রুমে ছিলো শুধু একবার কিচেনে আসছিলো কোনো কাজে ২-৩ মিনিটের জন্য, তখনো আমি পরিপূর্ণ পর্দারত অবস্থা তেই ছিলাম।
কিন্তু ওর হাজবেন্ড থাকা অবস্থায় কেন ওর বাসায় গেছি এটার জন্য আমার স্বামী আমার সাথে দুর্ব্যবহার করতেছে, আমাকে মানসিক কষ্ট দিচ্ছে।
আসলেই কি আমার বান্ধবীর বাসায় ওর স্বামী থাকা অবস্থায় আমি ওর রিকুয়েস্টে হেল্প করতে যাওয়ায় আমার কোনো গুনাহ হয়েছে শুধু ওর হাজবেন্ড বাসায় ছিলো জন্য?
তেমন হলে কি আমরা আমাদের কোনো রিলেটিভের বাসায় যেতে পারবো না?