আসসালামু আলাইকুম
১.স্বামী যদি বলে যদি তুমি বের হয়ে যাও তাহলে আমাদের সম্পর্ক শেষ হবে।স্ত্রী বের হয়ে গিয়েছিলাম।স্বামীর কসম করে বলেছে উনি তালাক এর নিয়ত করেননি ওই সময়।স্বামী জানতেন না এইসব বললে তালাক হতে পারে।স্ত্রী ও জানতো না।স্ত্রী জানতেন স্বামী তালাক বললেই তালাক হবে।
২,ঝগড়ার সময় স্ত্রী বলছে আমাকে ছেড়ে দাও।স্বামী বলেছে, "আমি তোমাকে ছেড়ে দেবো,l ব্যবস্থা করবো তোমার," এবং তারপর স্ত্রী ভয় পেয়ে উত্তরে বলে, "আমাদের এক তালাক হয়ে গেছে," তখন স্বামী যদি বলে, "হয়ে যাক, শেষ হলে শেষ,"
২.স্ত্রীর মনে হইছে স্বামী ৭-৮ মাস আগে মেসেঞ্জারের মাধ্যমে বলেছে যাহ মুক্তি দিলাম।এই বিষয়ে স্ত্রী মেসেজ সার্চ করে ও উক্ত মেসেজ খুঁজে পায় নি। স্বামী ও অস্বীকার করেছে যে বলেছে।
স্বামীর কথা উপরিউক্ত ২ নম্বর পয়েন্টে উনি তালাকের নিয়তে কিছু বলেন নি।
৩নম্বরে উনি মুক্তি দিলাম বলেছেন কিনা নিশ্চিত না।উনার কথা মুক্তি দিলাম যদি বলে ও থাকে তাইলে সেটিও নিয়তে বলেন নি।উনি কোনদিন নাকি তালাকের নিয়তে কিছু বলেন নি।বললে উনার মনে থাক্তো।
এসব মেসেজ অনেক আগের।এগুলোতে স্বামীর নিয়ত কি ছিলো সেটি নিয়ে স্ত্রী সন্দিহান।
উক্ত তিন ক্ষেত্র কি তালাকের পর্যায়ে গিয়েছে?