জবাব
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো যদি কুড়ানো বস্তু এমন প্রকৃতির হয় যে, মালিক তা খোঁজ করবে না, যেমন দানা বা ডালিমের খোসা তাহলে ফেলে রেখে যাওয়া বস্তু নেওয়া মুবাহ।
এমনকি ঘোষণা করা ছাড়াই তা দ্বারা উপকৃত হওয়া বৈধ হবে। এর সপক্ষে হাদিসে এসেছে, আনাস (রা.) বলেন, 'রাসুলুল্লাহ (সা.) পথ দিয়ে যাওয়ার সময় একটি খেজুর দেখতে পেলেন, তিনি বললেন, যদি সদকার খেজুর হওয়ার সম্ভাবনা না থাকত, তবে আমি অবশ্যই তা ভক্ষণ করতাম।' (বোখারি : ২৪৩১)।
মূল হাদীসটি হলো
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ قَالَ " لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لأَكَلْتُهَا ". وَقَالَ يَحْيَى حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنِي مَنْصُورٌ وَقَالَ زَائِدَةُ عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ حَدَّثَنَا أَنَسٌ.
মুহাম্মদ ইবনু ইউসুফ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় পড়ে থাকা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, আমার যদি আংশকা না হত যে এটি সা’দকার খেজুর তা হলে আমি এটা খেতাম।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত রাস্তায় যে ছোট ছোট পাথর পড়ে থাকে সেগুলা যেহেতু আসলেই সরকার বা তার প্রতিনিধি নিবেনা,কোনো কাজেই লাগাবেনা,সেগুলো এমনিতেই এগুলো পড়েই থাকবে ,সুতরাং সেগুলো কুড়িয়ে নিয়ে আসা যাবে।
,
তবে গরিব মিসকিন যেনো এগুলো গ্রহন করে,কারন তাদেরই প্রয়োজন।
ধনীদের এহেন বস্তু না নেওয়াই উচিত,তবে নেওয়া বৈধ।
,
রেললাইনের পাথর গুলো তো রেললাইনের জন্য প্রয়োজনীয়, তাই সেগুলো নেওয়া জায়েয হবেনা।
কারন এগুলো অহেতুক পড়ে নেই,কাজেই আছে।
,
তাই কেহ এই পাথর গুলো নিয়ে থাকলে সরকারি কোষাগারে সমপরিমান টাকা দিয়ে দিতে হবে।
আরো জানুনঃ