ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/63581/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
প্রত্যেক ঐ মুআমালাকে জুয়া বলা হয়, যা লাভ ও লোকশানের
মাঝে ঝুলন্ত ও সন্দেহযুক্ত থাকে। [জাওয়াহিরুল
ফিক্বহ-২/৩৩৬]
অর্থাৎ এমন কাজ, যাতে পুরোটাই লাভ, বা পুরোটাই লোকসানের বাজির উপর থাকে। এমন কাজকে জুয়া বলে।
জুয়া খেলা একটি হারাম কাজ। কুরআনে এটিকে শয়তানী কাজ হিসেবে আখ্যায়িত
করা হয়েছে। জুয়া একটি সামাজিক ব্যাধিও। এর দ্বারা সামাজিক অবক্ষয় নেমে আসে। পারিবারিক
ও সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়।
এটি কবীরা গোনাহ। তাই জুয়ার যাবতীয় কার্যক্রম থেকে প্রতিটি মুসলমানদের
বিরত থাকা আবশ্যক।
উল্লেখ রয়েছে যে,
كُلُّ
شَيْءٍ مِنَ الْقِمَارِ فَهُوَ مِنَ الْمَيْسِرِ حَتَّى لَعِبِ الصِّبْيَانِ
بِالْجَوْزِ.
প্রত্যেক বাজি মাইছির তথা জুয়ার অন্তর্ভূক্ত এমনকি শিশুদের হারজিতের
খেলাও জুয়ার অন্তর্ভূক্ত। [তাফসীরে ইবনে কাসীর-২/১১৬, সূরা মায়িদা, আয়াত নং-৯০-৯৩]
আল্লাহ তায়ালা বলেন-
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ
وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ
تُفْلِحُونَ [٥:٩٠
হে মুমিনগণ, এই যে মদ,
জুয়া,
প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য
বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। [সুরা
মায়িদা-৯০]
আল্লাহ তায়ালা বলেন-
إِنَّمَا
يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي
الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ
فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শুত্রুতা ও বিদ্বেষ
সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামায থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব, তোমরা এখন ও
কি নিবৃত্ত হবে? [সূরা মায়িদা-৯১]
বাজিতে উভয় পক্ষ থেকে দেওয়ার শর্ত করা জুয়ার অন্তর্ভুক্ত। এ
ধরনের বাজি ধরা নাজায়েয। যেহেতু এভাবে প্রতিশ্রুতি দেওয়া নাজায়েয তাই কৃত প্রতিশ্রুতি
পূর্ণ করাও নাজায়েয। এ বাবদ আপনার টাকা দেওয়া এবং আপনার কাছ থেকে তার টাকা নেওয়া কোনটাই
জায়েয নয়। (আহকামুল কুরআন কুরতুবী ৩/৫২; তাফসীরে রুহুল মাআনী ২/১১৩; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা
মুআসারা ২/২৩০; আদ্দুররুল মুখতার ৬/৪০৩)
প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই / বোন!
১. উভয় পক্ষ থেকে বাজি ধরা জুয়ার অন্তর্ভুক্ত। এটি সম্পূর্ণ
না জায়েয ও হারাম। তবে যদি এক পক্ষ থেকে বলা হয় "তুমি এই কাজটি করলে তোমাকে এত
টাকা দিব, না পারলে পাবে না" তাহলে এটি জায়েয আছে।
সুতরাং প্রশ্নেল্লিখিত ছুরতে কেউ কাউকে খাওয়াবেন না এবং এমন
বাজি ধরার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন এবং তওবা করবেন।
২. আপনার মামাতো ভাই/বোনই (বিপরীত লিঙ্গ হলে) আপনার মাহরাম না।
তাহলে তাদের ছেলেরা/মেয়েরা আপনার মাহরাম হয় কীভাবে? সুতরাং তারা আপনার মাহরাম না।