আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
61 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
শায়খ, আমি গত প্রায় ৫ বছর যাবৎ হিফয করার নিয়ত করছি কিন্তু হয়ে উঠছে না কোনোভাবে। এরমধ্যে আরো অনেক দীর্ঘমেয়াদী কোর্সও আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি কিন্তু হিফয শুরু করেও কোথাও না কোথাও গিয়ে থেমে যেতে হচ্ছে! গত সোমবার একজন বোন হঠাৎ আমাকে হিফয করার কথা বললেন উনার উস্তাযার কাছে। আমরা একসাথে একটা নাজেরা কোর্স করি কিন্তু আপুর সাথে আমার আগে কখনো কথা হয়নি বা উনি জানেনও না আমার হিফযের ইচ্ছা আছে সেটা।  মোট কথা আমরা একদমই অপরিচিত। হঠাৎ উনার এই কথাটা আমার মনে হলো আল্লাহর তরফ থেকে আমার জন্য বন্দোবস্ত হিফযের। সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল এই কোর্সের কিন্তু ঝামেলা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে। হোয়াটসঅ্যাপ আইডি থাকা মাস্ট। আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার নিয়ত করেছি। উনাদের পড়া নেওয়া হয় হোয়াটসঅ্যাপে। আমার আম্মার নাম্বার দিয়ে ভেবেছিলাম করবো কিনা কিন্তু মন সায় দিচ্ছে না। আমি এই জিনিস একদমই ব্যবহার করি না। নিজের মোবাইলেও না, অন্যের মোবাইলেও কল আসলে আত্মীয়দের রিসিভ করি না বা কথা বলি না। কিন্তু হিফয করতে চাচ্ছি তাই ইস্তেখারা করেছিলাম কি হয় দেখার জন্য। সোমবার কোনো স্বপ্নও দেখি নি বা মনও সায় দেয়নি। মঙ্গলবার দিন ইস্তেখারা করবো বলে ভুলে গেছিলাম। রাতে স্বপ্নে দেখলাম আকাশে অনেকগুলো চাঁদ। একটা মাত্র পূর্ণ চাঁদ আর বাকিগুলো বিভিন্ন আকারের মানে অর্ধেক বা একদম চিকন এমন। অনেক উজ্জ্বল চাঁদ দেখে আমি বাসার সবাইকে ডেকে বলতেছি আর আমার বোন বলছে এগুলো লাইট চাঁদ না। তখন একটা অনেক আলোকিত চাঁদের দিকে তাকিয়ে দেখলাম এটা আস্তে আস্তে নিভে আবার জ্বলে উঠছে দোকানের নাম লিখা থাকে যে এমন। তো বুঝলাম এটা মিথ্যা চাঁদ। আবার আরেকটার দিকে দেখলাম যে এটা অনেক ঝিকমিক করে জ্বলছে কিন্তু নিভছে না। আমার মনে হলো এটাই মনে হয় আসল চাঁদ। আবার যখন পূর্ণ চাঁদের দিকে তাকালাম ওটা এত বেশি সুন্দর ছিল যে আমি মনে মনে দু'আ করছিলাম যেন এটাই আসল হয়। এত সুন্দর যেন মিথ্যা না হয়। এরপরে মনে হয় আরো কিছু ছিল মনে নেই আমার।
শায়খ, আমার মন হোয়াটসঅ্যাপ ইউজ করতে সায় দিচ্ছে না কোনোভাবে কিন্তু হিফয করতেও ইচ্ছা করছে প্রাতিষ্ঠানিকভাবে। একা একা আগাতে পারছি না। এই স্বপ্নের কি কোনো ব্যাখ্যা আছে? মানে এর দ্বারা আমি কি করবো সেটার কি কোনো কিছু বলা হয়েছে আল্লাহর তরফ থেকে?
আমার জন্য দু'আ করবেন ইন শা আল্লাহ যেন হিফয করতে পারি এবং আমৃত্যু সে অনুযায়ী আমল করতে পারি ইন শা আল্লাহ।
এত বড় লিখার জন্য আফওয়ান।
জাযাকুমুল্লাহু খয়রন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

1 Answer

0 votes
by (589,740 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهْوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الْإِبِلِ فِي عُقُلِهَا»
আবূ মূসা আল আশ্’আরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সবসময় কুরআনের প্রতি লক্ষ্য রাখবে। যাঁর হাতে আমার জীবন নিহিত, তাঁর শপথ, নিশ্চয় কুরআন সিনা হতে এত তাড়াতাড়ি বের হয়ে যায় যে, উটও তত তাড়াতাড়ি নিজের রশি ছিঁড়ে বের হয়ে যেতে পারে না।(সহীহ বুখারী ৫০৩৩, সহীহ মুসলিম ৭৯১, ইবনু আবী শায়বাহ্ ৮৫৬৯, শু‘আবূল ঈমান ১৮০৯, সহীহ আত্ তারগীব ১৪৪৭, সহীহ আল জামি‘ ২৯৫৬, মিশকাত-২১৮৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি ওয়াটসাফ খুলে নিবেন। এবং উস্তাযার নিকট হিফযে কুরআন শুরু করে নিবেন। বারংবার তিলাওয়াত করবেন।তাহলে আর ভুলে যাবেন না। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক। আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
শায়খ, আমি ইসরায়েলী পণ্য বয়কটের নিয়তে হোয়াটসঅ্যাপ ছেড়েছিলাম। এখন এটা কি কোনো ধরনের মুনাফিকি হবে হোয়াটসঅ্যাপ খুললে? একদম যেটার অল্টারনেটিভ কিছু পাইনি সেটা ছাড়া আর কোনো ইসরায়েলী কিছু এই যাবৎ ব্যবহার করিনি আলহামদুলিল্লাহ। এই জন্যই আমি এক পা আগায় আবার দুই পা পিছাই এমন অবস্থা। 
by (589,740 points)
ওয়াটসাফ ব্যবহার করতে পারবেন। কেননা জরুরত অনেক জিনিষের হুকুমে পরিবর্তন নিয়ে আবে  

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...