আসসালামুয়ালাইকুম,, আমার পস্রাব করার ১৫-২০ মিনিট পরে ও ১ পোঁটা করে বের হতে থাকে এমন অনুভব হয়।অনেক সময় ৩০-৪০ মিনিট ধরে ও অনুভব হয়।আবার অনেক সময় ৫ মিনিট পরে আর অনুভব হয় না।তবে বার বার মনের মধ্যে অনুভব হতে থাকে এ বুঝি এক পোঁটা বের হলো,এরকম সন্দেহ হলে আমি চেক করি,অনেক সময় দেখি সত্যিই বের হইছে, আবার অনেক সময় দেখি বের হয় নাই।আবার অনেক সময় পস্রাব করার পর ২০-৩০ মিনিট ধরে ডিলা করে যখন দেখি আর এমন অনুভব হচ্ছে না তখন অযু করে নামাজ পড়তে যাই,কিন্তু নামাজের মধ্যে আবার অনুভব হতে থাকে, পরবর্তী তে চেক করলে অনেক সময় দেখি ১ পোঁটার মতো বের হইছে আবার অনেক সময় দেখি বের হয় নাই,,বের হলে আবার অযু করে নামাজ পড়ি।আমার এই সমস্যা আজকে ১ বছর যাবৎ,,এর আগে ছিলো না।১ বছর আগে আমি শায়খ আহমদ উল্লাহ (হাফি.) এর একটা প্রশ্ন -উত্তর পর্ব দেখি, যেখানে এক ভাই তার এই সমস্যা নিয়ে প্রশ্ন করে,, এটা দেখার পরে আমি নিজের মধ্যে এমনটা আছে কিনা সন্দেহ কিরতে শুরু করি,প্রথম প্রথম কিছুই পেতাম না,,কিছুদিন যাওয়ার পর থেকে আমার ও এ সমস্যা শুরু হয়।আমি কিভাবে নিজের চিকিৎসা নিতে পারি?ডাক্তার দেখানোর দরকার আছে কি??