ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ছাত্র-শিক্ষকের পরস্পর সম্পর্ক কেমন হওয়া চাই,সে সম্পর্কে একটি হাদীসে এভাবে ইঙ্গিত পাওয়া যায় যে
হযরত উমর ইবনে খাত্তাব রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ، شَدِيدُ سَوَادِ الشَّعَرِ، لَا يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ، وَلَا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ، حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ، وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ، وَقَالَ: يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الْإِسْلَامِ............... الخ
একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলো। তার পরনের কাপড়-চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো। সফর করে আসার কোন চিহ্নও তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউই তাকে চিনেও না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1356
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তাদেরকে যেহেতু একবার সংশোধনের সুযোগ দিয়েছেন, আপনারা আরেকবার সম্মিলিত হয়ে, মিডিয়ার সামনে সংশোধনের সুযোগ দিন।শত হলেও দিন শেষে তারা আপনাদের শিক্ষক।হয়তো তাদের অনূভুতিতে আঘাত লাগবে, তারা আপনাদের প্রতি সদয় হয়ে নিজেদেরকে সংশোধন করে নিবেন। তাদেরকে অপমানিত ও লাঞ্চিত করে আপনাদের তেমন কিছু অর্জিত হবে না।