আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
সম্মানিত উস্তাদ ,আমার প্রশ্নটি হলোঃ আজ আমি রমজানের কাজা রোজা রেখেছিলাম।সকালে মনের ভুলে ডালে আম্মু লবন দিয়েছি কিনা চেক করতে যেয়ে একটু খেয়ে ফেলেছি,রুমে আসার পর মনে পড়েছে,আমি রোজা।তাই ভালো করে কুলি করে নেই।কাজ শেষে একটু ঘুমিয়ে পড়ি।স্কুল থেকে বোন পোলাও নিয়ে এসেছে,আমাকে খাইয়ে দিতে আসছে,আমি ঘুমের ঝোকেই বলেছি আমি রোজা কিন্তু সকালে ভুলে ডাল চেক করতে যেয়ে খেয়ে ফেলেছি।তারপর আমার বোন কী যেন বলল,তারপর আমি স্বজ্ঞানেই পোলাও খেয়ে ফেলি।এখন সারাদিন আমার অশান্তি লাগছে, কিছু ভালো লাগছে,এমন কোনোদিন হয় নি।এখন আমি কি করব? এটার হুকুম কী।এটা রমাদানের কাজা রোজা ছিল।এখন আমি কয়টা রোজা রাখব?