আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
105 views
in পবিত্রতা (Purity) by (15 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১।এমন নাজাসাত যা দৃশ্যমান নয় বা নিদির্ষ্ট ও নয় কোথায় কাপড়ে লেগেছে।

সেই কাপড় যখন ধোয়া হবে ধোয়ার সময় পানির ছিটা যেই কাপড়ে যেখানে লাগবে সব কি নাপাক হয়ে যাবে?

এরকম হলে তো ওই ছিটা লাগা কাপড় আবার ধুতে আবার ছিটা লাগতে পারে তখন করনীয় কি?

আমার একটু ওয়াসওয়াসার সমস্যা এমনিতেই এগুলা নিয়ে খুবই কনফিউজড লাগে।

২।বিড়াল যদি শক্ত কাঠ বা ফ্লোরে ফোঁটা ফোঁটা প্রস্রাব করে তা যদি শুকনা ও ভেজা কাপড় দিয়ে বার বার মুছে শুকিয়ে ফেলা হয় তাহলে জায়গা টা পবিত্র হয়ে যাবে?
সেখানে সলাত আদায় করা যাবে?

৩।বালতি মগে অপবিত্রতা লাগলে ট্যাবের নীচে ধোয়ার সময় ছিটা শরীরে, কাপড়ে, দেওয়ালে লাগলে কি সেগুলো ও নাপাক হয়ে যায়? সেই কাপড়,শরীর ট্যাবের নীচে ধুতে গেলে আবার ছিটা এসে গায়ে কাপড়ে লাগলে তা ও কি অপবিত্র হিসেবে গন্য হবে?


৪।মুরগীর মাংস গরুর মাংস ধোয়ার সময় পানির ছিটা কি নাপাকি?

জাঝাকুমুল্লাহু খইরান

1 Answer

0 votes
by (62,670 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত দুই প্রকারঃ যথা-

দৃশ্যমান নাজাসত

অদৃশ্যমান নাজাসত


দৃশ্যমান নাজাসতের বিধানঃ কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে  দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই। যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে। যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।


অদৃশ্যমান নাজাসতের বিধানঃ কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭)


নাজাসতকে ১০টি পদ্ধতিতে পবিত্র করা যায় যথা-

১. ধৌত করা, যেমন কাপড় ইত্যাদি।

২. মোছা, যেমন আয়না, তলোয়ার ইত্যাদি।

৩. টুকা দিয়ে নাজাসত দূর করা, যেমন গাড় বীর্য কে টুকা দিয়ে কাপড় থেকে দূরে সরিয়ে ফেলা, ইত্যাদি।

৪. ঘর্ষণ, মর্দন, যেমন শরীর বিশিষ্ট নাজাসত যাকে ঘর্ষণ-মর্দন করে দূর করা হলে তা পবিত্র হয়ে যায়, ইত্যাদি।

৫. শুকিয়ে নাজাসতের আসর দূর হয়ে যাওয়া, যেমন জমিন, গাছ ইত্যাদি শুকিয়ে পবিত্র হয়ে যায়, ইত্যাদি।

৬. জ্বালানো, যেমন গোবর ইত্যাদি জ্বলে ভস্ম হয়ে ছাই হয়, যা পবিত্র। ইত্যাদি।

৭. এক অবস্থা থেকে ভিন্নরূপ ধারণ করে পবিত্র হওয়া। যেমনঃ মদ থেকে সিরকায় পরিণত হওয়া যা কিনা পবিত্র। ইত্যাদি।

৮. দেবাগত, যেমন মানুষ এবং খিনযির ব্যতীত সকল প্রকার প্রাণীর চামড়া কে লবন মাখিয়ে রৌদ্রে রাখলে তা পবিত্র হয়ে যায়,ইত্যাদি।

৯. যবেহ, প্রাণীকে যবেহ করার মাধ্যমে উক্ত প্রাণীর চামড়া পবিত্র হয়ে যায়। যদি এমন প্রাণীও হয় যার গোস্ত ভক্ষণ করা হারাম, তবে তার চামড়াকে পবিত্র করে দেয়, ইত্যাদি।

১০. নরখ, তথা যদি কোনো কূপে নাজসত পড়ে যায় তাহলে উক্ত কূপের মুনাসিব পরিমাণ পানি বাহিরে নিক্ষেপ করলেই উক্ত কোপ পবিত্র হয়ে যায় ইত্যাদি।

এই মোট দশ ভাবে কোনো অপবিত্র জিনিষকে পবিত্র করা যায়।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১. জ্বী হ্যাঁ, নাপাকি ধৌত করা পানি তা নাপাক। তা ছুটে যদি অন্য কাপড়ে লাগে তাহলে ঐ কাপড়ও নাপাক হয়ে যাবে। সুতরাং নাপাক কাপড় ধৌত করার সময় খুব সতর্কতা অবলম্বন করা চায়।

২. জ্বী হ্যাঁ, নাপাকি দূর হওয়ার শর্তে তা পাক হয়ে যাবে এবং সেখানে নামাজ পড়াও যাবে।

৩. পুরো কাপড়ে তো আর নাপাক থাকে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে নাপাক অংশে পানি লেগে যদি অন্য কাপড়ে লাগে তাহলে কাপড় নাপাক হবে। অন্যথায় কাপড়ের পবিত্র অংশে পানি লেগে ছুটে দেওয়াল বা অন্য কোন কাপড়ে লাগলে তা নাপাক হবে না।

৩. মুরগির গোশত বা গরুর গোশতের সাথে লাগোয়া রক্ত পাক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (15 points)
উস্তাজ, ৩ নাম্বার এ,  কিভাবে বুঝবো  যে পাক অংশ থেকে পানি লেগেছে তা পাক অংশ না নাপাক?
এক্ষেত্রে করনীয় কি?
পাক পানির অংশ থেকে কাপড় পাক ভেবে নিবো?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...