আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (5 points)
আসসালামু আলাইকুম

রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বীনি ভাইয়েরা কুরআন তিলাওয়াত ও সিরাত মাহফিল এর আয়োজন করেন আলহামদুলিল্লাহ। তবে তারা ব্যানার এ "ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে" এই কথাটি লিখেছেন। সুতরাং এর ফলে তাদের নেক উদ্যোগে কী কোনো গুনাহ হবে? এই প্রেক্ষাপটে কীরকম সতর্কতা অবলম্বন করা যেত? একদিন আগে বা পরে করলে কী ঠিক হতো? এই মাসকে ঘিরে কতটুক পর্যন্ত জায়েজ এবং কতটুক বিদআত? বিস্তারিত জানতে চাচ্ছি।
জাযাকাল্লাহ

1 Answer

0 votes
by (571,050 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ এর সোমবারে রোযা রাখাকে কেন্দ্র করে জন্মদিন পালনের কোনো সুযোগ নেই।কেননা শুধু জন্ম হয়েছেন হিসেবে সেদিন রাসূলুল্লাহ সাঃ  রোযা রাখেন নি।বরং অনেকগুলো কারণে সেদিন রোযা রেখেছিলেন।

বিজাতীয় সংস্কৃতি হিসেবে জন্মদিন পালনের কোনো সুযোগ নেই।এবং এ হিসেবে কোনো অনুষ্টান মাহফিলেরও কোনো সুযোগ নেই।এবং সে রকম অনুষ্টানে শরীক হওয়া ও জায়েয হবে না। তবে দিন তারিখ ঠিক না করে  ঈসালে সওয়াব হিসেবে কারো জন্য কেউ কোনো দু'আর আয়োজন করলে সেটা মন্দ হবে না এক মুসলমানের জন্য অন্য মুসলমানের অবশ্যই দু'আ করা উচিৎ এবং এটাই কাম্য। বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/7747

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ব্যানারে "ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে"  লিখাটা বিদ'আতেরই সমর্থন। রাসূলুল্লহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এর জন্ম তারিখকে ঘিরে কোনো প্রকার অনুষ্টান আয়োজনের কোনো বৈধতা নাই। এত্থেকে বেচে থাকতে হবে।  "ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে"  না লিখে সীরাতুন্নবী তথা রাসূলুল্লহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনচরিত লিখাই উচিৎ ও যুক্তিসঙ্গত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...