আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
81 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (66 points)
আসসালামু আলাইকুম।

১। এক মেয়ের বিয়ের কথা চলাকালীন বিয়ে ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়ার ঠিক আগে আগে মেয়েটা একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম যে সে নিজে ওয়ান টাইম কাপে দুধ চা খাচ্ছে আর ঐ ছেলেকে খেতে দিচ্ছে ঐ একই চা। পরে তো বিয়ে ভেঙ্গে গেল আর ছেলের অন্য জায়গায় বিয়ে হল। তো এরপর ছেলের বোন মেয়েকে জানায় যে ছেলেদের ফ্যামিলিতে বদনজর/জাদু করেছে কোন এক আত্মীয়, বিয়ে ভাঙ্গার পর টানা কয়েক মাস ওদের উপর দিয়ে অনেক বিপদ গেছে। ছেলের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে, বাসায় কন্টিনিউয়াস অশান্তি হয়েছে, ছেলে এক্সিডেন্ট করেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কী?

২। গ্রামের বাড়িতে আগেকার দিনে যেমন বাথরুম থাকত(দরজার নিচ দিয়ে ফাঁকা) ঐরকম বাথরুমের নিচ দিয়ে সাপ বের হয়ে আসতে চায় ও ঐ ছেলেকে দংশন করবে করবে অবস্থা। এমন অবস্থায় দেখা গেল যে মেয়েটা সর্বশক্তি দিয়ে ঐ সাপকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। মনে হল স্বপ্নে শুনছে যে মেয়েটা আছে দেখেই ঐ সাপ এখনো তাকে কামড় দিতে পারছে না। মেয়েটা ঐ সাপের দিকে তাকিয়ে আছে আর ঐ ছেলেটা মেয়েটার মুখোমুখি হয়ে তাকিয়ে আছে, ছেলেটা সাপকে দেখতে পাচ্ছে না। এটা বিয়ে ভাঙ্গার কয়েকদিন পরের স্বপ্ন। এরকম স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে?

৩। একজন মানুষ অনেক বিপদে পড়লে কাঁদতে চেয়েও কাঁদতে পারে না, কুরআন বারবার পড়ায় ও অনেকদূর হিফজ হয়ে যাওয়ায় একই আয়াতগুলো বারবার পড়তে বোরিং লাগে তার। যেমন সূরা ওয়াকিয়াহর আয়াতগুলো আগেও অনেকবার পড়ায় এখন পড়লে নতুন কোন ফিলিংস আসে না। সব সূরার ক্ষেত্রেই কমবেশি এরকম অবস্থা। আগে অল্পতেই কেঁদে দিত কিন্তু এখন একসাথে অনেক বিপদ আসলেও সে বুঝতে পারে যে কাঁদা উচিত কিন্তু কাঁদতে পারে না আল্লাহর কাছে। কী করা উচিত তার?

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)

(১)
বিয়ে শাদি সবকিছু আল্লাহর হুকুমেই হয়। আল্লাহর হুকুম ব্যতিত কোনো কিছুই হয়না। 

(২)
ইবনে সিরিন রাহ বলেন,
فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه
যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করতেছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করতেছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্টজনদের মধ্যে। (তাফসিরুল আহলাম-ইবনে সিরান-২/৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ পাত্রর সাথে শত্রুতা করার চেষ্টা করা হচ্ছে। কিন্ত এখনো কোনো ক্ষতি করা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাকে হেফাজত করুক। আপনিও নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।

(৩) নেককার ব্যক্তির সংস্পর্শ গ্রহণই এর উত্তম সমাধানকারী।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...