السلام عليكم ورحمةالله وبركاته
উস্তাদ, আজ দুপুরে আমার পাড়ায় একটা অদ্ভুদ ঘটনা ঘটেছে।দুপুর ২টা বা ২:৩০ এর দিকে সাধারণত রাস্তায় কম মানুষ ই থাকে।আজকে এই টাইমে আমাদের পাড়ায় নাকি এক লোক আসছিলো,এবং সে পুরো পাড়াটা একবার হাটাহাটি করলো।যাওয়ার সময় নাকি একজন আঙ্কেল কে বলেছেন এ পাড়ার দক্ষিণ দিকে একজন মানুষ মরবে। এরপর লোকমুখে শোনার পর আমার মামি বললো এরকম একজন লোক নাকি আমাদের এদিকে সকালেও এসেছিলো। অবাক করার মতো হলো ঐ লোককে হাতে গুণা কিছু মানুষ ছাড়া আর কেউই দেখেনি।অথচ তিনি নাকি সবার সামনেই হেটে গিয়েছিলেন।তবে এমনও হতে পারে কেউ খেয়াল করেছে বা কেউ করেনি।কিন্তু আরো অদ্ভুদ কিছু শোনা যাচ্ছে লোকমুখে,সেগুলো হলো-
১) ঐ লোক নাকি একজন আঙ্কেল কে ১০ টাকার নোট দিয়ে মুঠো বন্ধ করতে বলেন এবং খোলার পর নাকি সেখানে ৬০ টাকা দেখা গিয়েছে।
২) একজন ব্যক্তির ছেলে অসুস্থ কয়েকদিন ধরে।তো ঐ আগত লোকটি নাকি মুঠোয় ১টি সুচ নিয়ে বলে, যদি তা ভেঙে যায় তাহলে ঐ ব্যক্তির ছেলে সুস্থ হবে নয়তো হবে না।
৩)তিনি নাকি আরেকজনকে বলেছেন- " মনে পড়ে?তোমরা একদিন একটা গুইসাপ মেরেছিলে,,সেটা আমি ছিলাম।আমি তোমাদের দরজায় বারি দিয়েছি(কড়া নেড়েছি) কিন্তু তোমরা আমাকে বাঁচাওনি।
উপরিউক্ত ঘটনাগুলো আমার কাছে খুবই অদ্ভুত এবং বানোয়াট লেগেছে,বা পাগলের প্রলাপের মতোই লেগেছে। আমার কাছে এই ঘটনাগুলো বিশ্বাস হচ্ছে না।
তবে মৃত্যুর কথা টা একটু অবাক ই লাগছে।কারণ এর আগেও বেশ কিছু বছর আগে আমাদের পাড়ায় ২ টা মৃত্যুর পর এমন শোনা গিয়েছিলো যে মৃত্যুর আগে একজন লোক এসে বলেছিলেন যে এ পাড়ায় মানুষ মরবে।এরপর ঐ লোকটিকে আর কেউ কোথাও দেখেনি।আর এর পরেই আমার পাড়ায় মানুষ মরে।কিন্তু কিভাবে ঐ লোক জানলো?
উস্তাদ, আমার প্রশ্ন হলো-
১)এরকম কি আসলেই কিছু হতে পারে?জিন বা ফেরেস্তা এমন কিছু? কেউ কি ছদ্মবেশে এসে এরকম কিছু বলতে পারে?
২) এগুলো আমার বিশ্বাস হচ্ছে না,,এ থেকে কি আমার ঈমান নিয়ে কোনো প্রশ্ন আসবে?আমার ঈমান কি প্রশ্নবিদ্ধ হবে?
৩) এবারও যদি পূর্বের মতো কিছু ঘটে।অর্থাৎ কেউ মারা যায় তাহলে ব্যাপারটাকে আমি কিভাবে নিবো?