Assalamualaikum warohmatullohi wabarokatuh ustaz
আজকে আমি আমার ভাইয়ের ব্যাপারে ইস্তিখারা করি এবং স্বপ্নে দেখি-
আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার পথ+মাঠ পানিতে থৈ থৈ অবস্থা। তারপরও সে পানি দিয়েই অনেকটা পথ গিয়েছি তারপর দেখি হাটুর উপর অবধি পানি,কোমর ভিজে যাবে এমন।এরপরও আমি চেষ্টা করে দেখেছি যাওয়া যায় কি না,এক কদম ফেলতেই কাদা+পানিতে আটকে গিয়েছি তারপর কেও কে আমার ব্যাগ নিয়ে আমাকে টেনে তুলে।আফসোস হচ্ছিল যে - সবাই পড়তেছে আমি যেতে পারলাম না এটা ভেবে!
তারপর বাসায় চলা আসি,এখানে এসে দেখি বাসায় ওয়াই-ফাই বা টিভি নষ্ট হয়ে গেছে খুব সম্ভবত বন্যার পানিতে।তারপর আমার ভাবি আমাদের পরিচিত একজনকে (ছেলে)কল করে এটার সমাধান চায়।এরপরই ঘুম ভেঙে গেছে।তখন ভোর ৩.৫৫।
বি.দ্র: আমি নিজেকে ছোট দেখি।ক্লাস ৬/৭ এ পড়ি এমন।আমাদের বাসায় কখনই টিভি ছিল না।এখনও নেই।
এ স্বপ্নের দ্বারা ইস্তিখারা পজিটিভ নাকি নেগেটিভ ধরব?