আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম

যখন ভিজা কাপড় বাহিরের রোদে শুকানো হয় তখন পাখি প্রতিদিন পায়খানা করে দেয়।এতে করে কি কাপড় নাপাক হয়ে যায়?
১।কাপড় নাপাক না হলে যে অংশটুকু পায়খানা করেছে তা ধুইলেই কি হয়ে যাবে?

২।বাচ্চার কাতায় পায়খানা করলে কি সম্পূর্ণ ধৌত করতে হবে? একজন বলছে সম্পূর্ণ না ধুইলে নাকি বাচ্চার অসুখ হয়। এইটা কি সত্য?

একটু বিস্তারিত বলবেন।

1 Answer

0 votes
by (571,050 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ঐ সমস্ত পাখি যেগুলো ভক্ষণ করা হালাল, সেগুলোর পায়খনা নাপাক নয়। যেমন কবুতর ইত্যাদি। তবে যেই সব পাখি ভক্ষণ করা হারাম। অর্থাৎ যেগুলো নখ দ্বারা চিঁড়েপেড়ে খায়, সেগুলোর বিষ্টা নাজসতে খাফিফা। কাপড়ে এক চতুর্থাংশ কম হলে উক্ত নাপাক হবে না,তবে ধৌত করে নেয়া উচিৎ। নতুবা কাপড় নাপাক হবে, তখন সেই কাপড় দ্বারা নামায হবে না।

جاء في “الأصل” 25:1، ط: دار ابن حزم، قلت: الإناء يقع فيه عصفور او خرء حمام؟ قال: يلقيه من الإناء، ثم يتوضأ به.اهـ.

وفي “المبسوط” 171:1، ط: العمرية، ولا يفسد خرء الحمام ولاعصفور الماء فإنه طاهر عندنا.اهـ.

وفي “الدر المختار” مع “رد المحتار” 577:1، ط: الأزهر، ( وخرء ) كل طير لا يذرق في الهواء كبط أهلي (ودجاج ) أما ما يذرق فيه ، فإن مأكولا فطاهر وإلا فمخفف. وقال ابن عابدين رح تحت قوله: ( قوله : فإن مأكولا ) كحمام وعصفور .اهـ. 

২।বাচ্চার কাতায় পায়খানা করলে সম্পূর্ণ কাতা ধৌত করা জরুরী নয়।বরং যেটুকু অংশে নাপাকি লাগবে, সেই অংশটুকু ধৌত করলেই হবে সম্পূর্ণ না ধুইলে নাকি বাচ্চার অসুখ হয়। এমন কোনো বিষয় নেই। হ্যা, সম্পূর্ণ ধৌত করাই উচিৎ যদি সুযোগ থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...