আসসালামু আলাইকুম মুহতারাম।
তাহলে কি কেবল ১ তালাক ই হয়েছিল?
স্বামী যদি খোলা তালাকেও আগ্রহী না হয়,নিজেও না দেয়,স্ত্রীকে তালাকে তাফিয়িযি এর ব্যাপারেও সহযোগিতা না করে(তার ভাষ্যমতে ১৮ নং কলামে হ্যা লেখায় তার অনুমতি নেয়া হয়নি),তাহলে স্ত্রী কিভাবে বিচ্ছেদ করবে? (খোলা তালাকের ৪ টি শর্তই তার স্বামীর মাঝে আছে)।
দেশীয় আইনে নোটিশ পাঠালেই হয়ত হবে,কিন্তু শারীয়াহভাবে বিচ্ছেদ হবে কিনা সন্দিহান।কেননা স্ত্রী ভীত, স্বামীর সাথে দূরত্ব, তার হক আদায় না করায় কি তার ইবাদত কবুল হবেনা?