আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
72 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম। গত ৪-৫ মাস ধরে প্রতি মাসে আমার একটা নির্দিষ্ট পরিমান টাকা হারিয়ে যাচ্ছে, একদম হাওয়া হয়ে যাচ্ছে, প্রথম প্রথম খরচ করে ভুলে গেছি মনে করতাম, কিন্তু ঘটনা বারবার হওয়ায় জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে। আসলেই মনের ভুল ছাড়া অন্য কোনো কারন থাকতে পারে কি?

1 Answer

0 votes
by (61,230 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

بسم الله الرحمن الرحيم

জবাব,

মানুষ মূল্যবান কিছু হারিয়ে ফেললে বা পছন্দের কোনো জিনিস হারিয়ে ফেললে মনঃকষ্টে ভোগেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকারি দায়িত্বশীল বা পুলিশ প্রশাসনের সাহায্য নেন কেউ কেউ। এসব ব্যবস্থা নিতে ইসলাম নিষেধ করে না। পাশাপাশি এ সংক্রান্ত দোয়া ও আমলের উল্লেখ পাওয়া যায় সাহাবিদের জীবনে। যা আমরাও আমল করতে পারি। বস্তুত আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব এবং সাহাবিদের অনুসরণ সবসময় মঙ্গলজনক।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর দুই রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে

 بسم الله يا هادي الضلال وراد الضالة اردد علي ضالتي بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك

অর্থ: ‘আল্লাহর নামে শুরু। হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার ওসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ। (মুসান্নাফে ইবনে আবি শায়বা ও তাবারানি; ইমাম হাকিম (রহ.) বলেন, এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য মাদানি। ইমাম বায়হাকি বলেন, এটির সনদ হাসান। সূত্র: আল ওয়াবিলুস সাইয়েব: ১৯১)

লক্ষণীয়, এ হাদিসটি ইবনে উমর (রা.) পর্যন্ত মাউকুফ (হাসান) হিসেবে সাব্যস্ত। অর্থাৎ এটি ইবনে উমর (রা.) এর আমল হিসেবে প্রমাণিত। কিন্তু মারফু তথা রাসুল (স.)-এর মুখনিঃসৃত হাদিস বা আমল হিসেবে জইফ; যেমনটি হায়সামি তার মাজমাউয জাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করেছেন। সুতরাং এ হাদিসের ওপর আমল করায় কোনো দোষ নেই। কেননা মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। (সুরা বাকারা: ৪৫)

তবে রাসুলুল্লাহ (স.) যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন বলে হাদিসে প্রমাণিত। সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায়। যেমন

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

‘লাইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমীন। অর্থ: ‘তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। (সুরা আম্বিয়া: ২১/৮৭)

অথবা এই দোয়াও করা যায়

 إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اَللّٰهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আল্লাহুম্মা'জুরনী ফী মুছীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা। অর্থ: ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। হে আল্লাহ! আপনি আমাকে আমার এই মসিবতের প্রতিদান দিন এবং তার বদলায় আরো ভালো কিছু দিন। (সহিহ মুসলিম: ২১৬৬)

আল্লাহ তাআলা আমাদের সবরকম বিপদাপদ থেকে রক্ষা করুন, হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া কবুল করুন অথবা এর চেয়েও উত্তম কিছু দিয়ে মনঃকষ্ট দূর করে দিন। আমিন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

 প্রশ্নেল্লিখিত  বিষয়টি যেমন  মনের ভুলে হওয়ার যেমন আশঙ্কা রয়েছে, ঠিক তেমনি ভাবে  অসতর্কতার  কারণেও হতে পারে। আবার  হতে পারে  বিগত কয়েক মাস আপনার টাকা কেউ চুরি করছে  অথবা  আপনি হারিয়ে ফেলেছেন।  বিধায় যখনই এমনটা হবে আপনি উপরে উল্লেখিত আমল গুলো করবেন  এবং হেফাজতের দোয়া পাঠ করবেন।  বিশেষত যখন  রাত্রিবেলায় ঘুমাবেন  টাকা বা অন্যান্য দামি সম্পদ যেখানে রেখেছেন আয়াতুল কুরসি পাঠ করে  রাখবেন।  আল্লাহ চাহে প্রশ্নোক্ত  সমস্যা থেকে হেফাজত করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...