বেসরকারি কোম্পানি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের জন্য মাসিক বেতন থেকে ১০% কেটে রাখে। সমপরিমাণ অর্থ কোম্পানি নিজেও প্রতিমাসে দেয়। কোম্পানি প্রদত্ত টাকা আর বেতন থেকে কেটে রাখা টাকা আবার ব্যাংকে ইনভেস্ট করে মোট টাকা জমা রেখে অতিরিক্ত লাভ নেয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে সুদী ফান্ড অথবা মুদারাবা ফান্ড সিলেক্ট করার অপশন রয়েছে।
এক্ষেত্রে লক্ষণীয় ২টি বিষয়, প্রথমত, আমার বেতনের একটা অংশ এবং কোম্পানি আমার কাজের বিনিময় হিসেবে সমপরিমাণ টাকা যে দিলো, সেটা কি গ্রহণ করা হালাল হবে?
দ্বিতীয়ত, প্রভিডেন্ট ফান্ডের টাকা আবার ব্যাংক এর ইনভেস্টমেন্ট ফান্ড এ জমা করে সেই লাভও যোগ করে চাকুরী ত্যাগ এর সময় মূল জমার (নিজ+কোম্পানি) সাথে লাভ হিসেবে দেয়। সেটা কি হালাল হবে?
উল্লেখ্য এখানে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। ব্যক্তি চাইলে এপ্লিকেশন করে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিজের মূল বেতনের সাথে যুক্ত করে নিতে পারবে।
এখন প্রশ্ন ২টি।
(1) উপরে উল্লেখিত পদ্ধতিতে কি আমি আমার কোম্পানির সাথে প্রভিডেন্ট ফান্ড কন্টিনিউ করবো নাকি এই সুবিধা থেকে নিজেকে বাদ দিয়ে মূল বেতনের মধ্যে পুরো টাকা টা নিয়ে নিব?
(2) এতদিন এই পদ্ধতিতে আমার একটা ফান্ড কোম্পানীর কাছে আছে। ওই ফান্ড এ উদাহরণ হিসেবে, আমার গত ৫ বছর এ জমা অর্থ ৩ লক্ষ, এবং আমার কোম্পানি কর্তৃক জমাকৃত অর্থও ৩ লক্ষ। এর উপর আবার এই টাকা যে গত ৫ বছর ব্যাংক এর ইনভেস্টমেন্ট ফান্ড এ ছিল সেটার লাভ আরো ১ লক্ষ ৩০ হাজার। আমি যদি এখন ফান্ড ক্লোজ করে দেই অথবা চাকরি ছেড়ে দেই, তাহলে আমি মোট ৭ লক্ষ ৩০ হাজার টাকা পাবো। এই টাকার কতটুকু আমার জন্য হালাল হবে?