আমার স্বামীকে বিয়ের আগে একজন দ্বীনদার ভেবেই বিয়ে করেছিলাম যে সব মানে এবং খুব ইসলামিক বই পড়ে,জানে এসব। কিন্তু বিয়ের পর থেকে সব কেমন জানি হতে লাগলো, সে সালাত মনযোগ দিয়ে পড়ে না,কার্টুন দেখে,কিসব মিউজিক থাকে তা দেখে, লাস্ট এবার ফোন চেক করে দেখলাম নন মাহরাম মেয়ের সাথে চ্যাট,খারাপ ছিল না কিন্তু যা বলছিল তা আস্তে আস্তে ফিতনায় নিয়ে পৌঁছাতে পারে আশংকা করি।সে তার বিয়ের কথা জানায় না, বুঝাতে চেষ্টা করলাম কুরআন হাদিসের আলোকে,ভালোবাসার দোহাই দিয়ে।তারপর ব্লক করে দিলাম।পরে দেখি সে আবারও। হরহামেশাই মিথ্যা বলছে চিলি বিষয় নিয়ে,ধরা যে খাচ্ছে আমি বলিনি। এমতাবস্থায় আমার করণীয় কি?
আর সে তার ফোনের এপ্স এটাসেটা, কোথায় যায় গোপন রাখে।তার কথা আমি যা করি যাই তাকে জানাতে হবে,অনুমতি লাগবে কিন্তু তার কিছুতেই নাকি আমার হস্তক্ষেপের অধিকার নাই।আমি জানতে চাই ইসলাম আমাকে কি অধিকার দিয়েছে? সে শয়তানের ফাঁদে পা দিচ্ছে বুঝলে আমি বাধা কতটা দিতে পারি?