আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।আমার পূর্বের একটা ফেসবুক আইডি আছে যেটাতে আমার বেপর্দাসহিত ছবি দেওয়া।আমি সঠিক জানি না এটা আদৌ আমি খুলেছিলাম নাকি আমার ভাইয়া খুলেছে।এটা অনেক আগের আইডি তখন দ্বীনের বুঝ আমার মধ্যে ছিল।আল্লাহর রহমতে দ্বীনের পথে ফেরার পর অনেকবার চেষ্টা করেছি আইডিটা ডিলিট করার।যেহেতু এটা অনেক আগের তাই এটার কোনকিছুই জানি না।ইমেইল/ফোন নাম্বার/পাসওয়ার্ড কোনকিছুই জানিনা।তারপরও বারবার রিপোর্ট দিয়ে আইডিটা ডিলিট করার চেষ্টা করেছি।কিন্তু হয় নি।এখন এটার জন্য কি প্রতিনিয়ত আমার আমলনামায় গুনাহ যুক্ত হচ্ছে?আমি অনেক ভয় পাচ্ছি।কেননা আইডিটা যদি ডিলিট না হয় তাহলে আইডিটা সারাজীবন থেকে যাবে,ফলে আমি মারা গেলে কোন নন মাহরাম যদি আমার আইডি থেকে ছবি দেখে তাহলে আমার গুনাহ হবে।কবরে থেকেও কি তখন আমার গুনাহ হবে?আমি এটার জন্য আল্লাহর কাছে অনেক মাফ চাইছি।আমাকে একটু জানাবেন ইংশাআল্লাহ এটার জন্য কি আমার গুনাহ অনবরত হতেই থাকবে?