ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সহীহ বোখারীতে ইমাম বোখারী রাহ ২৮৮৬ নং শিরোনামে (বাবে) একটি হাদীস বর্ণনা করেন, হাদীসটির বিস্তারিত বিবরণ নিম্নরুপ-
عن ابن عمر رضي الله عنهما أنَّ غلامًا قُتل غِيلَةً، فقال عمر رضي الله عنه : «لو اشْتَرَكَ فيها أهْلُ صَنْعاء لَقَتَلْتُهم».
আবূ আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, আমাকে ইবনু বাশশার (রহঃ) ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, একটি বালককে গোপনে হত্যা করা হয়। তখন উমর (রাঃ) বললেন, যদি গোটা সান’আবাসী এতে অংশ নিত তাহলে আমি তাদেরকে হত্যা করতাম।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গণধোলাইকে ইসলাম সমর্থন করে না। যে বা যারা এই কাজে শরীক হবে, সবাইকে আইনের সামনে দাড়াতে হবে। কেউ কোনো অপরাধে জড়িত হলে, তাকে শাস্তি দেয়ার একমাত্র অধিকার সরকারের। সুতরাং জনগণ নিজ হাতে আইন তুলে নিতে পারবে না।