আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মাঝে মাঝেই স্বপ্নে নিজেকে ছোট পোশাকে দেখি। যেমন আজ স্বপ্নে দেখলাম, আমি একটা জামা পড়ে আছি,যেটা আমার হাঁটুর উপর পর্যন্ত ঢাকতে সক্ষম হয়েছে এবং হাঁটুর নিচ থেকে নগ্ন হয়ে আছে। স্বপ্নের মধ্যেই আমার বোধ হয়েছে এবং আমি নিজেকে পরিপূর্ণ ভাবে আবৃত করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে আবৃত করতে পোশাক খুঁজছিলাম। আমি চাচ্ছিলাম কেউ যেন আমাকে এমন ছোট পোশাকে না দেখে, তাহলে আমি লজ্জায় পড়ে যাবো। তারপর আমি পোশাক খুঁজে পেলাম এবং নিজেকে আবৃত করলাম। তবুও আমি যেভাবে নিজেকে আবৃত করতে চেয়েছিলেন, সেভাবে পারিনি। পোশাকটা পাতলা ছিল,যাতে আমার শরীরের অবয়ব বারবার প্রদর্শিত হয়ে পড়ছিল। আমি লোকসম্মুখে যেতে চাচ্ছিলাম,তাই এভাবেই বেরিয়ে পড়ছিলাম। স্বপ্নে আমার কাছে মনে হচ্ছিল, একেবারে নগ্ন পোশাক এর থেকে আমি আপাতত পাতলা হলেও ভালো পোশাক পড়ে আছি। তবুও এরপরেও স্বপ্নে আমি নিজেকে পরিপূর্ণ ভাবে আবৃত করার জন্য ভালো পোশাক খুঁজে বেড়াচ্ছি লাম।
আমি এধরনের স্বপ্ন প্রায়ই দেখি। ভিন্ন ভিন্ন ঘটনা, তবে মূলভাব একই থাকে ।
এধরনের স্বপ্ন বারবার দেখার কারণ কি?এর অর্থ কি হতে পারে?