আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
90 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (48 points)
reshown by
আমি যখন মিউজিশিয়ান ছিলাম (যেগুলা বর্তমানে ছেরে দিয়েছি মিউজিক এর কাজ হারাম, কিন্তু সংসারের হাল ধরতে গিয়ে হিমসিম খাই তাই মাঝে মধ্যে মন না চেলেও মিউজিক এর কাজে আসা লাগে বাট আমার লোকাল মার্কেটে একটা হালাল ব্যাপসা টা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে তো সামনে পুরোপুরি মিউজিক এর কাজ বন্ধ করে দিতে পারবো। এই কাজের ভয়াবহ শাস্তির বিষয়ে আমার ভালো ধারণা আছে কিন্তু আমি আমার ইমান নষ্ট করার মতো কাজ করিনা)
কিন্ত আগের যে মিউজিক এর কাজ গুলা করেছিলাম, সেগুলা নিয়ে মাঝে মধ্যে কুফুরি টাইপের টেনশন লাগে।

যেমন মিউজিক তৈরি করার জন্য কম্পিউটারে একটা সফটওয়্যার ব্যাবহার করতাম, যার নাম নেস্কাস (Nexus)
এই একটা কম্পিউটার এর সফটওয়্যার এর মধ্যে প্রায় পৃথিবীর সবরকম বাদ্যযন্ত্রর শব্দ ছেটাপ করা আছে। (গিটার, তবলা, বাশি, পিয়ানো, সব). মানে এই সফটওয়্যার দিয়ে সবরকম বাদ্যযন্ত্র বাজানো যায়।
এখন সমস্যা হচ্ছে এই সফটওয়্যার এর মধ্যে প্রতোক টা বাদ্যযন্ত্রের নামের সাথে এন্জেল (Angel) নামটা জুরে দিয়েছে।
আর আমরা জানি ফেরেশতাদের ইংরেজি ভাষায় এন্জেল (Angel) বলা হয়।
তো এখানে এই সফটওয়্যার এর মধ্যে প্রতোকটা বাদ্যযন্ত্রের
এভাবে এন্জেল (Angel) নামটা জুড়ে দিয়েছে
১) Angel Guitar (এন্জেল গিটার) - বাংলা মিনিং হচ্ছে =ফেরেশতা গিটার=
2) Angels Flute (এন্জেলস ফ্লুট) - বাংলা মিনিং হচ্ছে =ফেরেশতা বাশি=
3) Angels voice ( এন্জেলস ভয়েজ) - বাংলা মিনিং হচ্ছে =ফেরেশতা ধ্বনি=
4) Angel(এন্জেল) - বাংলা মিনিং হচ্ছে =ফেরেশতা =

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তাআলা বলেন,
وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ ‘
আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা ক্রয় করে। আর তারা এগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক আযাব’ (লুক্বমান, ৩১/৬)।

আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি ‘লাহওয়াল হাদীছ’ ক্রয় করে, সে জাহান্নামে কঠিন শাস্তিপ্রাপ্ত হবে। কাজেই তা হারাম। কিন্তু প্রশ্ন হচ্ছে ‘লাহওয়াল হাদীছ’ কী? উক্ত আয়াতে বর্ণিত ‘লাহওয়াল হাদীছ’-এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাছীরে বলা হয়েছে, তা হলো গান-বাজনা।(তাফসীর ইবনু কাছীর, ৩/৪৫১)

উক্ত আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঐ সত্তার কসম, যিনি ছাড়া প্রকৃত কোনো মা‘বূদ নেই! নিশ্চয়ই এর দ্বারা উদ্দেশ্য হলো গান’। তিনি একথাটি তিনবার বলেন।(ইবনুল ক্বাইয়িম রাহিমাহুল্লাহ, ইগাসাতুল লাহফান, ১/২৫৮-২৫৯)

আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَيَكُوْنَنَّ فِيْ هَذِهِ الْأُمَّةِ خَسْفٌ وَ قَذْفٌ وَمَسْخٌ وَذَلِكَ إِذَا شَرِبُوْا الْخُمُوْرَ وَاتَّخَذُوْا الْقَيْنَاتِ وَضَرَبُوْا بِالْمَعَازِفِ
‘অবশ্যই আমার উম্মতের মাঝে ভূমি ধস, পাথর বর্ষণ ও আকার-আকৃতির বিকৃতিসাধন হবে, যখন তারা মদপান করবে, নর্তকী গ্রহণ করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে’।(আল-জামেউছ ছাগীর, হা/৯৫৯৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/673

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গান বাজনা হারাম।এবং এদ্বারা কৃত ইনকামও হারাম। তবে এজন্য ইমান চলে যায়নি। ভবিষ্যতে এরকম গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...