জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো যেখানে কোনো কাজ ছাড়াই বিনিময় পাওয়া সেটা নাজায়েজ।
কুরআনুল কারীমের আয়াত-
لا تاكلوا اموالكم بينكم بالباطل
এর ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরীন হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেছেন,
أن يأكله بغير عوض
(শর্তযুক্ত আকদে) বিনিময়হীন উপার্জনই হল বাতিল পন্থার উপার্জন। (আহকামুল কুরআন, জাসসাস ২/১৭২)
হযরত হাসান বসরীসহ অন্যান্য অনেক তাফসীরবিদও আয়াতটির একই ধরনের তাফসীর করেছেন (দ্রষ্টব্য: রূহুল মাআনী ২/৭০, ৫/১৫; তাফসীরুল মানার ৫/৪০)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
DXN সিস্টেমটি MLM
তথা মাল্টিলেভেল মার্কেটিং।
মাল্টিলেভেল মার্কেটিং জায়েজ নয়।
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ-
DXN সিস্টেমটি MLM
তথা মাল্টিলেভেল মার্কেটিং।
তারা নানা আকর্ষণীয় প্যাকেজ দেখিয়ে সদস্য ভর্তি করে এবং প্রায় বিনা পরিশ্রমে মোটা অংক লাভের প্রতিশ্রুতি দেয়।
এদের সাথে সংশ্লিষ্ট হওয়া মোটেই বৈধ হবে না।
ইসলামী স্কলারগন লিখেছেন যে আমাদের দেশে ডেসটিনি, এ্যাপটেক, ইউনিপেটু ইত্যাদি প্রতারক কোম্পানী সমূহের মত ডিএক্সএন বিশ্বের বেকার তরুণদের কাজে লাগিয়ে ও তাদের পণ্য কিনে আকাশ-কুসুম লাভের প্রলোভন দেখিয়ে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখায়।
মূলতঃ তারা মানুষের সস্তা আবেগকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছে। তাই এদের থেকে দূরে থাকা আবশ্যক।