বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি যে হাদীস বলেছেন তার মূল আরবী পাঠ হল,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
তরজমাঃহযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর।(সহীহ মুসলিম শরীফ-৭৩) বিস্তারিত জানতে ভিজিট করুন
https://www.ifatwa.info/1982
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হিন্দুর পুজার নাম বা ধর্মীয় জায়গা রীতিনীতি শুনলে বা বললে ইমান চলে যাবে না। তবে আগ্রহভরে শুনলে বা বললে,এবং এটাকে উত্তম মনে করলে ঈমান থাকবে না।
(২) রেডিওতে প্রচারিত জিনের ঘটনায় হিন্দুর ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় বিভিন্ন জায়গার নাম আসলে, ঈমানে কোনো সমস্যা হবে না।
(৩) জিনের ঘটনা শুনার সময় হিন্দুর ধর্মীয় নাম আসলে,শুনার সাথে সাথে অফ করে দিয়ে টেনে শুনলে তো আর কোনো সমস্যা হবে না।
(৪) জিনের ঘটনা শুনতে গিয়ে আত্মার ঘটনা শুনলে ইমানের কোনো সমস্যা হবে না।