আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
51 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (0 points)
যাকাতের টাকা, বন্যা বা বিভিন্য প্রাকৃতিক দুর্যোগে পতিত বেক্তিদের কি দেওয়া যাবে? যদিও তারা বিত্তশালী। যেমন এই মুহূর্তে যারা ফেনী নোয়াখালীতে বন্যা দুর্গত, যাদের ত্রাণ বা বিভিন্য ভাবে সাহায্য করা হচ্ছে, তারা অনেকেই বড় বাড়ির মালিক, খামারের মালিক ইত্যাদি বিত্তবান। হয়তো কারো কারো ব্যাঙ্ক এও ভালো পরিমানে টাকা জমা আছে। সুস্পট ভাবে জানতে চাচ্ছি।

যদি যাকাতের টাকা তাদের দেওয়া যায়, তাহলে সরাসরি কাউকে না দিয়ে বিভিন্য ফাউন্ডেশন বা মাধ্যমে যেমন: এস সুন্নাহ, IOM কে কি দেওয়া যাবে?

1 Answer

0 votes
by (601,620 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত একমাত্র গরীবকেই দিতে হয়। আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ [٩:٦٠]
যাকাত হল কেবল ফকির,মিসকীনদের হক [সূরা তওবা-৬০]

যাকাত শুধুমাত্র গরীবকেই দিতে হয়। ধনীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। অর্থাৎ ক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিককে কখনো যাকাত দেয়া যাবে না।তবে অক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিক যদি হাজত গ্রস্ত হয়, তাহলে ঐ ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবে।তবে বিনা প্রয়োজনে পারবে না। সুতরাং বন্যা কবলিত লোকদেরকে ঢালাওভাবে যাকাত দেয়া যাবে না।তবে তাদের মধ্যে যারা গরীব তাদেরকে অবশ্যই যাকাতের মাল দেওয়া যাবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/102263

কোনো সংস্থার নিকট যাকাত দেয়ার পর যদি সঠিক খাতে ব্যবহার না করে, তাহলে যাকাত আদায় হবে না। 
فقير وهو من له أدنى شيء أى دون نصاب أو قدر نصاب غير تام مستغرق فى الحاجة، ومسكين من لا شيء له (الدر المختار مع رد المحتار-3\283-284، الفتاوى الهندية-1\187، جديد-1\249، بزازية على هامش الهندية04-\85، جديد-4\57)
لا تحل الصدقة لغنى ولا لذى مرة سوى (سنن الترمذى، النسخة الهندية-1\141، رقم-652)
ولا إلى غنى يملك قدر نصاب (الدر المختار مع رد المحتار-3\295)
ولو اراد ان يعطى الجزار او الذابح اجرته من لحمها لا يجوز (تاتارخانية-17\442)
لا يخرج بعزل ما وجب عن العهدة بل لابد من الاداء الى الفقير (البحر الرائق، زكريا-2\369، رد المحتار-3\189)



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...