ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، - مِنْ أَهْلِ مَرْوَ - قَالَ سَمِعْتُ عَبْدَانَ بْنَ عُثْمَانَ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ، يَقُولُ الإِسْنَادُ مِنَ الدِّينِ وَلَوْلاَ الإِسْنَادُ لَقَالَ مَنْ شَاءَ مَا شَاءَ .
মার্ভ (স্পেনের একটি অঞ্চল)-এর অধিবাসী মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু কুহযায (রহঃ) ..... ’আবদুল্লাহ ইবনু মুবারাক (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হাদীসের সনদ বর্ণনা করা দীনের অন্তর্ভুক্ত। যদি সনদ না থাকতো তাহলে যার যা ইচ্ছা তাই বলতো।
ইজাজতপ্রাপ্ত না হলে যে কোরআন হাদীস শিক্ষা দেওয়া যাবে না, বিষয়টা এমন নয়, বরং আপনি কতটুকু বিশুদ্ধভাবে কুরআন শিখেছেন, আপনার নিকট কতটুকু বিশুদ্ধ হাদীস রয়েছে, সেটা যাচাইবাচাই করার জন্যই মূলত কোনো আলেমের স্বীকৃতি বা ইজাজত প্রয়োজন। নতুবা আপনি যদি ভুল শিখে থাকেন, তাহলে অন্যকে ভুল শিখাবেন। এভাবে ভুলের ধারাবাহিকতা চলতেই থাকবে,ফলশ্রুতিতে দ্বীনি জ্ঞান বিকৃতি হবে। যাইহোক, কোথাও যদি কুরআন শিখানোর মত কেউ না থাকে, তাহলে আপনি যতটুকু জানেন, সেই আলোকে শিখাতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/97170
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি তাজবীদের কোর্স সমাপ্ত করেছেন। এবং কোর্সে আপনার মার্ক সবসময় ৮০% এর উপরে ছিলো।তাছাড়া আপনি মুয়াল্লিম কোর্সও সমাপ্ত করেছেন। এবং বর্তমানে আপনি কুরআন নাজেরা কোর্স করছেন। আপনার তিলাওয়াতে আলহামদুলিল্লাহ লাহনে জ্বলী নেই। লাহনে খাফি যা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে যদি আপনি নাজেরা কোর্স জারি রাখেন। তাছাড়া আপনি ৬/৭ বছরের বাচ্চাকে একদম বেসিক থেকে তথা হরফ চিনানো, শিখানো, শিক্ষা দিতে চাচ্ছেন।তাই আপনার জন্য সেটার অনুমোদন থাকবে। আপনি ছাত্রদের পড়াতে পারবেন।