আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতী সাহেব,
আমার দুটো জিজ্ঞাসা রয়েছে
১ম--আমার প্রতিবেশী একটা ছাগল কিনে লালন-পালন করেছে আর বলেছে এই ছাগলের বাচ্চা হলে তখন এটা (মা ছাগলটাকে) আকীকা করবে,এখন একটা বাচ্চা হয়েছে, কিন্তু এই মুহূর্তে তার সংসারে আর্থিক দূর্দশার কারণে উনি চাচ্ছেন ছাগলটা বিক্রি করবেন,এবং সেই টাকা থেকে কম দামে একটা ছাগল কিনে আকিকা করবেন,এবং কিছু টাকা সংসারের প্রয়োজনে খরচ করবেন,অথবা যদি কম দামে ছাগল কিনতে না পাওয়া যায় তাহলে আপাতত আকিকা করবেন না।এখন প্রশ্ন হচ্ছে তার এই কথাটা মানত হিসেবে ধরা হবে কিনা?এবং ছাগলটা আকিকা না দিয়ে বিক্রি করা জায়িয হবে কি না?
২য় আরেকটি প্রশ্ন -একজন কিছু অর্থ জমিয়েছিলো গাযযায় সাদাকার জন্য,সেসময় তার এক আত্মীয় আর্থিক অসঙ্গতিতে পড়ে এজন্য তাকে ঋণ হিসেবে টাকাগুলো দেয়, এরপর তার মায়ের একটা অপারেশন করা জরুরী হয়ে পড়েছে , এখন টাকাটা সাদাকা পাঠিয়ে দিলে আরো কিছুদিন দেরী হবে অপারেশনে,আর তার মায়ের কষ্টটাও বাড়বে সেক্ষেত্রে, এখন কি আগে সাদাকা করা উচিৎ নাকি আগে অপারেশনের জন্য খরচ করা উচিত? কোনটা আগে করলে আল্লাহ খুশী থাকবেন অনুগ্রহ করে জানাবেন।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদেরকে উত্তম বিনিময় দিন।