ওয়া আলাইকুমুস-সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
بسم الله
الرحمن الرحيم
জবাব,
https://www.ifatwa.info/10688/
নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
ব্যবসা বানিজ্যবৈধ।
আল্লাহ তা'আলা বলেন,
( وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا )
আল্লাহ ব্যবসাকে
হালাল করোছেন এবং সুদকে হারাম করেছেন। (সূরা বাকারা-২৭৫)
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ
بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ
تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
হে ঈমানদারগণ!
তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে
যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ
তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা-২৯)
ব্যবসা বানিজ্য
পুরুষ-মহিলা সবার জন্য বৈধ।কেননা উপরোক্ত আয়াত সমূহে নারী পুরুষের কোনো পার্থক্য নেই।তবে
নারীর জন্য শর্ত হলো,পর্দা রক্ষা করতে হবে।স্বামীর হক আদায় করতে হবে।হযরত যায়নাব রাযি ট্যানারির ব্যবসা
করতে।এবং যা উপার্জন করতে, তার সিংহ ভাগ সদকাহ করে দিতেন।
আয়িশাহ্ (রাযি.)
হতে বর্ণিত যে, কোন এক সহধর্মিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বললেনঃআপনার মৃত্যুর
পর আমাদের মধ্য হতে সবার পূর্বে কে আপনার সাথে মিলিত হবে?
তিনি বললেনঃ তোমাদের মধ্যে যার হাত
সবচেয়ে লম্বা। তাঁরা একটি বাঁশের কাঠির মাধ্যমে হাত মেপে দেখতে লাগলেন। সওদার হাত সকলের
হাতের চেয়ে লম্বা বলে প্রমাণিত হল। পরে [সবার আগে যায়নাব (রাঃ)-এর মৃত্যু হলে] আমরা
বুঝলাম হাতের দীর্ঘতার অর্থ দানশীলতা। তিনি [যায়নাব (রাঃ)] আমাদের মধ্যে সবার আগে তাঁর
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) সাথে মিলিত হন এবং তিনি দান করতে ভালবাসতেন। (সহীহ
বোখারী-১৪২০)মিশকাত-১৮৭৫
মোল্লা আলী
কারী রাহ মিরকাত কিতাবের১৮৭৫ নং হাদীসের ব্যখ্যায় লিখেন,
(تحب الصدقة) أي: إعطاءها، وكانت لها صناعة واكتساب معيشة باليد
وهذا معنى آخر لليد، فأطولكن يدا بمعنى أفضلكن يدا؛ حيث إنها تأكل من كسب يدها
وتتصدق بيدها من كد يدها
যায়নাব রাযি
দান করতে ভালবাসতেন।যায়নাব রাযির পেশা ও উপার্জন ছিল,যায়নাব রাযি নিজ হাতের উপার্জন হতে খেতেন,এবং সদকাহ করতেন।বিস্তারিত জানুন-৫২৪
★
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বাভাবিক
ভাবে বৈধ উপায়ে ব্যবসা করা জায়েয, অফলাইনে হোক বা অনলাইনে। তবে ব্যবসায় কোন ধরণের
প্রতারণা বা ধোকা থাকা যাবে না। তবে প্রশ্নেল্লিখিত ছুরতে "সিমেন্স এনার্জী বাংলাদেশ
লিমিটেড" এর ব্যবসায়িক নীতিমালা সম্পর্কে আমরা পূর্ণ অবগত নয়। বিধায়,
তাদের বিজনেস পলিসি কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করছি। পরবর্তিতে অবশিষ্ট উত্তর
দেওয়া হবে ইনশাআল্লাহ।