আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
63 views
in সালাত(Prayer) by (3 points)
নামাজে কোনো রাকাতে রুকু না করে সরাসরি সিজদা দিতে গেলে এক সিজদার পর মনে পড়লে পুনরায় উঠে দাঁড়িয়ে রুকু করে তারপর আবার সিজদা দিতে হয়(শেষে সাহু সিজদা), এক্ষেত্রে কী রুকুর পর একটা সিজদা যথেষ্ট না দুটি সিজদা দিতে হবে,  যেহেতু আগে একটা সিজদা দিয়েছি?

1 Answer

0 votes
by (63,450 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://www.ifatwa.info/3386/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,

শরীয়তের বিধান অনুযায়ী সেজদায়ে সাহু ঐ সময় ওয়াজিব হয়, যখন নামাজী ব্যাক্তি ওয়াজিব ছেড়ে দেয়,বা ওয়াজিব আদায় করতে দেড়ি করে,বা এক রুকুন আদায় করার সময় পর্যন্ত (তিন তাসবিহ পড়া সমপরিমাণ সময় পর্যন্ত) দেড়ি করে,বা কোনো রুকুন অন্য রুকুন থেকে আগ পিছু করে,(যেমন সেজদার পর রুকু করা),বা কোনো ওয়াজিব কে পরিবর্তন করে পড়ে,(যেমন জোড়ে নামাজে আস্তে কেরাত,আস্তে নামাজে জোড়ে কেরাত পড়ে) তাহলে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়।

★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি রুকু না করে সেজদার দিকে শুধু ঝুকে যান,বসে বা হাটু না গেড়ে দিয়ে থাকেন,তাহলে সেই অবস্থায় সেখান থেকে ফিরে রুকু আদায় করার দ্বারা আপনার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়নি। আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে।

আর যদি আপনি সেজদার জন্য বসে থাকেন,বা হাটু গেড়ে দিয়ে থাকেন,তাহলে আপনি সেজদার দিকে বেশি ঝুকেছেন বলে ধর্তব্য হবে। তাই রুকুন আদায় করতে বিলম্ব হওয়ার কারনে আপনার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে।

আপনি যদি সেজদায়ে সাহু আদায় না করেন,তাহলে ওয়াক্তের মধ্যে পুনরায় নামাজ আদায় করা ওয়াজিব হবে।

যদি আপনি সেই ওয়াক্তের মধ্যে উক্ত নামাজ আদায় না করেন,তাহলে নামাজের ফরজ আদায় হয়ে যাওয়ার কারনে আপনার ফরযিয়্যাত আদায় হয়ে যাবে। আপনাকে অন্য ওয়াক্তে এই নামাজের আর কাজা আদায় করতে হবেনা।

 ফাতাওয়ায়ে আলমগীরী তে আছেঃ       

ولا یجب السجود إلا بترک واجب۔أو تاخيره أو تأخير ركن  او تقديمه او تكراره او تغيير واجب (الفتاویٰ الہندیۃ / الباب الثاني عشر في سجود السہو۱؍۱۲۶، حلبي کبیر / فصل في سجود السہو ۴۵۵، حاشیۃ الطحطاوي علی مراقي الفلاح / باب سجود السہو ۴۶۱)

যার সারমর্ম হলো  সেজদায়ে সাহু ঐ সময় ওয়াজিব হয়, যখন নামাজী ব্যাক্তি ওয়াজিব ছেড়ে দেয়,বা ওয়াজিব আদায় করতে দেড়ি করে,বা এক রুকুন আদায় করার সময় পর্যন্ত  দেড়ি করে,বা কোনো রুকুন অন্য রুকুন থেকে আগ পিছু করে,বা কোনো ওয়াজিব কে পরিবর্তন করে পড়ে,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

নামাজে প্রতি রাকাতে রুকু করা নামাজের রোকন বা ফরজ। রুকু ছাড়া রাকাত পূর্ণ হয় না। রুকু না করে সিজদা করলে ওই সিজদাও শুদ্ধ হয় না। কেউ যদি কোনো রাকাতে রুকু না করেই সিজদায় চলে যায়, তাহলে উভয় সিজদার যে কোনেটিতে রুকু ছুটে যাওয়ার কথা মনে পড়লে সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুকু করতে হবে, যথানিয়মে রুকু থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় সিজদা আদায় করতে হবে এবং নামাজ শেষে সাহু সিজদা দিতে হবে।

প্রথম রাকাতের সিজদা করে ফেলার পর যদি রুকু ছুটে যাওয়ার কথা মনে পড়ে, তাহলে ওই পূর্ণ রাকাতটি পুনরায় আদায় করতে হবে এবং সাহু সিজদা দিতে হবে। পরবর্তী কোনো রাকাতে শুধু রুকু কাজা করে নেওয়া যথেষ্ট নয়।

সুতরাং প্রশ্নেল্লিখিত ছুরতে এক সিজদার পরে রুকু করে পুনরায় ধারাবাহিক ভাবে দুই সিজদা করতে হবে। কারণ, পূর্বের এক সিজদার কোন ধর্তব্য হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...