আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
82 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তায। আমার পরিচিত আন্টি একজন পুলিশ।পুলিশের পেশা হালাল। কিন্তু উনি একজন মহিলা পুলিশ।আমার প্রশ্ন:

১.উনার চাকুরী কি হালাল?
২.উনার বাসায় দাওয়াত থাকলে গিয়ে খেতে হয়, উনার বাসার খাবার খাওয়া কি হালাল?(রিজিকের ব্যবস্থা শুধুমাত্র উনার চাকরি থেকেই আসে)

উস্তায আগামী শুক্রবারে উনাদের বাসায় দাওয়াত। না গেলে মাইন্ড করবেন। আব্বু আম্মুও চান যেন যাই। যদি হারাম হয় কিভাবে না গিয়ে থাকবো? বাসার সবাই যাবে।

৩.উনাদের যে রেশন দেয়া হয়, পরিমানে প্রচুর হওয়ায় উনি এগুলো আত্নীয়দের মাঝে কেনা বেচা করেন। আমাদেরও কম মূল্যে আটা,চিনি এগুলো দেন। এগুলো নেয়া কি যাওয়া হবে উস্তায? আমার বাসার কেউ দ্বীনের ব্যাপারে যত্নশীল নন। এগুলো যদি নাজায়েজ হয়, আমি কি করবো? (আমি মেয়ে,কোনো ইনকাম করিনা)

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﻗَﺮْﻥَ ﻓِﻲ ﺑُﻴُﻮﺗِﻜُﻦَّ ﻭَﻟَﺎ ﺗَﺒَﺮَّﺟْﻦَ ﺗَﺒَﺮُّﺝَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺍﻟْﺄُﻭﻟَﻰ ﻭَﺃَﻗِﻤْﻦَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﺁﺗِﻴﻦَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﺃَﻃِﻌْﻦَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﺇِﻧَّﻤَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﻟِﻴُﺬْﻫِﺐَ ﻋَﻨﻜُﻢُ ﺍﻟﺮِّﺟْﺲَ ﺃَﻫْﻞَ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻭَﻳُﻄَﻬِّﺮَﻛُﻢْ ﺗَﻄْﻬِﻴﺮًﺍ
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
(সূরা-আহযাব-৩৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/572


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
একজন মহিলার জন্য প্রচলিত পুলিশের চাকুরী জায়েয হবে না। কখনো কাম্য হতে পারে না। যদি কোনো মহিলা পুলিশ তার ডিউটিকে যথাযথভাবে পালন,এবং কাজটিও বৈধ হয়, তাহলে যেহেতু বৈধ কাজের বিনিময় গ্রহণ করা হচ্ছে, তাই বেতন ভাতা হারাম হবে না।তবে পর্দা লঙ্গণের গোনাহ সর্বদাই হবে।

(২) উনার বাসায় দাওয়াত না খাওয়াই উচিৎ। যথাসম্ভব বেচে থাকাই শ্রেয়।

(৩) 
উনাদের যে রেশন দেয়া হয়, উনাকে যদি সেটার মালিক বানিয়ে দেয়া হয়, তাহলে উনার জন্য বিক্রি করা বৈধ, নতুবা বৈধ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...