ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﻗَﺮْﻥَ ﻓِﻲ ﺑُﻴُﻮﺗِﻜُﻦَّ ﻭَﻟَﺎ ﺗَﺒَﺮَّﺟْﻦَ ﺗَﺒَﺮُّﺝَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺍﻟْﺄُﻭﻟَﻰ ﻭَﺃَﻗِﻤْﻦَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﺁﺗِﻴﻦَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﺃَﻃِﻌْﻦَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﺇِﻧَّﻤَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﻟِﻴُﺬْﻫِﺐَ ﻋَﻨﻜُﻢُ ﺍﻟﺮِّﺟْﺲَ ﺃَﻫْﻞَ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻭَﻳُﻄَﻬِّﺮَﻛُﻢْ ﺗَﻄْﻬِﻴﺮًﺍ
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
একজন মহিলার জন্য প্রচলিত পুলিশের চাকুরী জায়েয হবে না। কখনো কাম্য হতে পারে না। যদি কোনো মহিলা পুলিশ তার ডিউটিকে যথাযথভাবে পালন,এবং কাজটিও বৈধ হয়, তাহলে যেহেতু বৈধ কাজের বিনিময় গ্রহণ করা হচ্ছে, তাই বেতন ভাতা হারাম হবে না।তবে পর্দা লঙ্গণের গোনাহ সর্বদাই হবে।
(২) উনার বাসায় দাওয়াত না খাওয়াই উচিৎ। যথাসম্ভব বেচে থাকাই শ্রেয়।
(৩)
উনাদের যে রেশন দেয়া হয়, উনাকে যদি সেটার মালিক বানিয়ে দেয়া হয়, তাহলে উনার জন্য বিক্রি করা বৈধ, নতুবা বৈধ হবে না।