আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
মনের মধ্যে শিরকি চিন্তা আসলে আমি সেটা বুঝতে না পেরে চিন্তা করে ফেললে, পরে সাথে সাথেই যখন বুঝতে পারি খারাপ চিন্তা সাথে সাথে ইগনোর করি।এখন এইযে কিছুসময় চিন্তা করে ফেলছি, এর জন্য কি আমার ইমান চলে যাবে এবং নতুন করে ইমান আনতে হবে?আমি ইতোপূর্বে অতীত,বর্তমান,ভবিষ্যতে অজ্ঞাতসারে বা অনিচ্ছাকৃত করে ফেলা সকল শিরকের জন্য মাফ চেয়ে নিয়েছি।কেননা,আমি শিরকের ওয়াসওয়াসায় আক্রান্ত,বার বার মাফ চাইলে ওয়াসওয়াসার পরিমাণ অনেক বেড়ে যায়।আমি ইমান ভঙ্গের কারণ, শিরক ইত্যাদি সম্পর্কে আমারা জানামতে ব্যাসিক টা জানি।অনেক সময় আমার মনে হয় প্রত্যেকটা কথাতেই যেন শিরক হয়ে যাচ্ছে। আবার, কিছুক্ষণ পর পরই কোনো কারণে আমার মনে হচ্ছে যেনো ঈমান চলে যাচ্ছে।বার বার কালেমা পড়ে ইমান আনছি। অনেক নরমাল কাজকে আমার মনে হচ্ছে শিরক হয়ে যাচ্ছে।(১)এখন এই অবস্থা থেকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত কোন কাজে, কথায়, চিন্তায় শিরক হয়ে যাচ্ছে, বা শিরক হয়ে গেলো কিনা এরূপ চিন্তা থেকে বিরত থাকতে পারব?কিন্তু আমার ভয় হয় এর ফলে যদি শিরক হয়ে যায়।
আমি এই পদ্ধতি অনুসরণ করে দেখেছি সমস্যা প্রায় নেই বললেই চলে।কিন্তু আবার যদি চিন্তা করি তাহলেই আবার শুরু হয়ে যায়।(আমি ওয়াসওয়াসা কোর্সের ব্যাপারটি জানি এবং সেখানে এনরোলও করেছি। আমার এই প্রশ্নের উত্তরটি দরকার। দয়া করে আমার প্রশ্নের সরাসরি উত্তর দিবেন, মিন ফাদ্বলিক,ইনশাআল্লাহ)( ২)আমার নামাজ বিষয়ক ভুল মাসয়ালা বা না জানার কারণে অনেক সময় এমন হয়েছে যে নামাজ বাতিল হয়ে গেছে বা সাহু সিজদাহ দিতে হবে কিন্তু আমি না জানার কারণে দেইনি।এখন এরকম নামাজের সংখ্যা, ওয়াক্ত কোনো কিছুই আমার মনে নেই। এখন,আমার না জানার কারণে কি এই নামাজ গুলো আদায় হয়ে যাবে?এক্ষেত্রে করণীয় কি?
(৩)প্রতারণা কী?কখন হয়?
(৪)নামাজের মাঝে ওযু ছুটে গেলে বাথরুমে ওযু করতে যাওয়ার সময় কি বাথরুমের দোয়া পড়া যাবে?(৫) আর লাইট অন করা ইত্যাদি প্রাসঙ্গিক কাজ করা যাবে?( ৬)আর ভুলে নিজের সাথে নিজে কথা বলে ফেললে এবং রুমে আলো থাকার পরও অভ্যাস বশত ভুলে লাইট অন,অফ বা এজাতীয় কাজ করলে নামাজ ভেঙে যাবে?