আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
উস্তাদ অনুগ্রহ করে প্রশ্ন গুলোর উত্তর একটু তাড়াতাড়ি দিবেন।
১/ আমাদের ঘরে বন্যায় এখনো পানি উঠে নি।কিন্তু পানি আমাদের ঘরের সিড়ির উপরে উঠে গিয়েছিল।আমাদের চারপাশে পানি।টয়লেট ইউজ করার মতো অবস্থায় নেই।এই অবস্থায় আমরা অন্যের টয়লেট ইউজ করছি।আমরা আশ্রয় কেন্দ্রে যাইনি।আর্থিক ভাবেও আমরা খুব দুর্বল। এখন এই পরিস্থিতিতে কেউ যদি আমাদের ত্রাণ দেয় তাহলে আমরা কি সেটা গ্রহণ করতে পারবো?আমরা কি এর যোগ্য বলে বিভেচিত হবো?যেহেতু আমরা আশ্রয় কেন্দ্রে যাইনি।
২/আজকে ভোর রাতে ভিতির নামায পড়তে গিয়ে সাহু সেজদা দেওয়ার প্রয়োজন পড়ে।তখন আমি ভুল করে ২ সেজদা দেওয়ার পর তাশাহুদ,দুরুদ,এবং দুয়ায় মাসুরা পড়ে একপাশে সালাম ফিরিয়ে ফেলেছি।পরে মনে পড়ার পর আবার ২ সিজদা দিয়ে পুনরায় তাশাহুদ,দুরুদ এবং দুয়ায় মাসুরা পড়ে ২ পাশেই সালাম ফিরিয়ে নামায শেষ করেছি।এখন নামায কি হয়েছে?নাকি কাজা আদায় করবো?