আসসালামু আলাইকুম,
আমি আমার শ্বশুরবাড়িতে যৌথ পরিবারে থাকি। এখানে আমার শ্বশুর, শাশুড়ী, ননদ, ননশ এবং তার দুই বাচ্চা সহ আরো একজন চাচাতো ননদ ও থাকেন। আর ননশের জামাই ও প্রতি ২ সপ্তাহ পরপর এখানে এসে ২ দিনের জন্য থাকেন। আমি আমার হাজবেন্ডকে যৌথ পরিবারে থাকা সমস্যা নিয়ে সরাসরি কথা বলেছি। কিন্তু উনি আলাদা বাসা নিতে ইচ্ছুক না, এমনকি আমাকে আমার মায়ের বাসাতে রাখতেও ইচ্ছুক না।
এখন আমার এই পরিবারে এভাবে থাকতে অনেক অসুবিধা হচ্ছে। আমার একটা মেয়ে ও আছে। পরিবেশগত ও অনেক অসুবিধা হচ্ছে। প্রাইভেসি নিয়েও প্রবলেম হচ্ছে৷ এগুলো আমি আমার শ্বশুর শাশুড়ীকে বলেছি, কিন্তু উনারা কোন সমাধান দিতে পারেননি। ৩ বছর আমি এই অসুবিধা গুলো নিয়েই আছি। এখন যেটা নতুন করে প্রবলেম হচ্ছে তা হল ওদের সাথে আমার তিক্ততা বেশি বেড়ে গেছে, কথা কাটাকাটি ও হয়েছে কয়েকবার। এখন আমার অবস্থা এমন দাড়িয়েছে যে আমার ওদের সাথে কথাই বলতে ইচ্ছা করে না। ওদেরকে দেখলেও আমার মুখ ভার হয়ে যায়। একজন পরিবারের সদস্য হিসেবে আমার যা কাজ আছে, আমি তা করি, কিন্তু এরপর ওদের কারো সাথেই আমার কোন বাড়তি কথাই বলতে ইচ্ছা করে না। এমনকি ওদের দেখলেই মনে হয়, ওরা আমার সাথে বেইনসাফি করে, ওদের সাথে আমার কোন কথা নাই।
আমার প্রশ্ন হলো, আমি কিভাবে চললে আমার পক্ষ থেকে ওদের প্রতি কোন অন্যায় করা হবেনা আর আমি নিজেও মানসিক শান্তিতে থাকতে পারব? আমার প্রতি ওদের কি কি ইখতিয়ার আছে যেটার জন্য আমি আখিরাতে আটকে যাব? আর আমি এটাও জানতে চাই যে, একই পরিবারে থাকা সত্তেও আমি যদি আমার মত করে শুধুমাত্র আমার বাচ্চা আর জামাইকে ফোকাস করে আমার মত করে চলি তাহলে আমার কোন গুনাহ হবে কিনা?
জাযাকাল্লাহ!